Endangered Turtle: দুনিয়া থেকে মুছে ‌যাচ্ছিল 'ওরা'! শুরু হয় বাঁচানোর লড়াই, আর এবার নতুন গল্প শুনলে আপনিও খুশি হয়ে যাবেন

Last Updated:
Endangered Turtle: সুন্দরবনে বিলুপ্তপ্রায় কচ্ছপদের বাঁচাতে অভিনব উদ্যোগ। যে উদ্যোগে নতুন করে বাঁচার রসদ পাচ্ছে হারিয়ে যেতে বসা কচ্ছপরা।
1/6
সুন্দরবনে জন্ম হল নতুন ২২৩ টি কচ্ছপের। এগুলি বাটাগুড় বাসকা প্রজাতি। এই কচ্ছপগুলি একসময় বিলুপ্ত হতে বসেছিল।
সুন্দরবনে জন্ম হল নতুন ২২৩ টি কচ্ছপের। এগুলি বাটাগুড় বাসকা প্রজাতির। এই কচ্ছপগুলি একসময় বিলুপ্ত হতে বসেছিল।
advertisement
2/6
১৭ বছর আগে এই কচ্ছপের প্রজাতির সংরক্ষণের কাজ শুরু হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে শুরু হয় এই কাজ।
১৭ বছর আগে এই কচ্ছপের প্রজাতির সংরক্ষণের কাজ শুরু হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে শুরু হয় এই কাজ।
advertisement
3/6
২০০৮ সালে ৭ টি পুরুষ কচ্ছপ ও ৫ টি স্ত্রী কচ্ছপ নিয়ে শুরু হয় এই কাজ। বর্তমানে ৬৫০ টির বেশি কচ্ছপ রয়েছে এই প্রজাতির।
২০০৮ সালে ৭ টি পুরুষ কচ্ছপ ও ৫ টি স্ত্রী কচ্ছপ নিয়ে শুরু হয় এই কাজ। বর্তমানে ৬৫০ টির বেশি কচ্ছপ রয়েছে এই প্রজাতির।
advertisement
4/6
তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এবছর কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে ২২৩ টি কচ্ছপের জন্ম দেওয়া হয়েছে। যার ফলে এই প্রজাতির কচ্ছপ আরও বাড়ছে।
তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এবছর কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে ২২৩ টি কচ্ছপের জন্ম দেওয়া হয়েছে। যার ফলে এই প্রজাতির কচ্ছপ আরও বাড়ছে।
advertisement
5/6
২০২২ সালে ১০ টি পূর্ণবয়স্ক বাটাগুড় বাস্কা কচ্ছপকে সুন্দরবনের গভীরে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে অনেক তথ্য পাওয়া যায়।
২০২২ সালে ১০ টি পূর্ণবয়স্ক বাটাগুড় বাস্কা কচ্ছপকে সুন্দরবনের গভীরে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে অনেক তথ্য পাওয়া যায়।
advertisement
6/6
সুন্দরবনের জঙ্গল ঝিলা, দোবাঁকি, চামটা সহ একাধিক জায়গায় এই কচ্ছপ সংরক্ষণ হচ্ছে। যার ফলে খুশি সকলেই।
সুন্দরবনের জঙ্গল ঝিলা, দোবাঁকি, চামটা সহ একাধিক জায়গায় এই কচ্ছপ সংরক্ষণ হচ্ছে। যার ফলে খুশি সকলেই।
advertisement
advertisement
advertisement