Sarada Maa: সারদা মায়ের জন্মতিথি পালন, কেমন লাগছে জয়রামবাটি-বেলুড় মঠ? দেখুন ছবিতে...

Last Updated:
Sarada Maa: মা সারদার ১৬৯ তম জন্মতিথি উপলক্ষ্যে ভক্ত সমাগম জয়রামবাটি মাতৃমন্দিরে। ভিড় বেলুড় মঠেও।
1/5
আজ সারদা মায়ের (Sarada Maa) ১৬৯ তম জন্মতিথি। সেই উপলক্ষ্যে সকাল থেকেই সেজে উঠেছে শ্রী শ্রী মা সারদার জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি। মা সারদার ১৬৯ তম জন্মতিথি উপলক্ষ্যে ভক্ত সমাগম জয়রামবাটি মাতৃমন্দিরে। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি।
আজ সারদা মায়ের (Sarada Maa) ১৬৯ তম জন্মতিথি। সেই উপলক্ষ্যে সকাল থেকেই সেজে উঠেছে শ্রী শ্রী মা সারদার জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি। মা সারদার ১৬৯ তম জন্মতিথি উপলক্ষ্যে ভক্ত সমাগম জয়রামবাটি মাতৃমন্দিরে। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি।
advertisement
2/5
ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে পুজো। দিনভর বিশেষ পুজো, ভোগ, বেদপাঠ, মায়ের কথা সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে জগত জননী মা সারদার জন্মতিথি উৎসব। সকাল থেকে মা সারদার দর্শন পেতে হাজির হয়েছেন ভক্তরা। কোভিড বিধি পালনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে। সীমিত সময়ের জন্য প্রবেশ এবং সীমিত সময়ের মধ্যে দর্শন ও প্রণাম সারতে পারবেন ভক্তরা।
ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে পুজো। দিনভর বিশেষ পুজো, ভোগ, বেদপাঠ, মায়ের কথা সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে জগত জননী মা সারদার জন্মতিথি উৎসব। সকাল থেকে মা সারদার দর্শন পেতে হাজির হয়েছেন ভক্তরা। কোভিড বিধি পালনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে। সীমিত সময়ের জন্য প্রবেশ এবং সীমিত সময়ের মধ্যে দর্শন ও প্রণাম সারতে পারবেন ভক্তরা।
advertisement
3/5
এদিকে, সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে হুগলির পূর্ণভূমি ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর মঠ।  সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পরার মতো। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে ভিড় আরও বাড়ছে।  করোনা বিধি মেনে চলছে মঠে প্রবেশ।  ভোরের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় এদিনের পূজা পাঠ।  চলছে ঠাকুর রামকৃষ্ণ দেব ও মা সারদার বিশেষ পুজো পাঠ।
এদিকে, সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে হুগলির পূর্ণভূমি ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর মঠ। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পরার মতো। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে ভিড় আরও বাড়ছে। করোনা বিধি মেনে চলছে মঠে প্রবেশ। ভোরের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় এদিনের পূজা পাঠ। চলছে ঠাকুর রামকৃষ্ণ দেব ও মা সারদার বিশেষ পুজো পাঠ।
advertisement
4/5
সারাদিন ধরেই চলবে নানান ভক্তিমূলক পূজাঅর্চনা।  তবে ভক্তদের বসে খাওয়ানোর ব্যবস্থা না থাকলেও দূর থেকে আগত ভক্তদের কথা ভেবে প্লেটে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে।  সারদা মায়ের জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠেও।
সারাদিন ধরেই চলবে নানান ভক্তিমূলক পূজাঅর্চনা। তবে ভক্তদের বসে খাওয়ানোর ব্যবস্থা না থাকলেও দূর থেকে আগত ভক্তদের কথা ভেবে প্লেটে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে। সারদা মায়ের জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠেও।
advertisement
5/5
পাশাপাশি সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে রয়েছে লাড্ডু।  একদিকে সারদা মায়ের জন্মতিথি, অন্যদিকে বছরের শেষ রবিবার,  তাই এই ছুটির দিনে ভক্তদের ভিড় অনেকটাই উপচে পড়ার মতো।
পাশাপাশি সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে রয়েছে লাড্ডু। একদিকে সারদা মায়ের জন্মতিথি, অন্যদিকে বছরের শেষ রবিবার, তাই এই ছুটির দিনে ভক্তদের ভিড় অনেকটাই উপচে পড়ার মতো।
advertisement
advertisement
advertisement