Otters-Sundarbans: কী নাম জানেন এই মিষ্টি প্রাণীটির? সুন্দরবনে কমছে এদের সংখ্যা! জানুন

Last Updated:
Otters-Sundarbans: মাছ দেখলেই ধরে ফেলে! মিষ্টি চালে নদীর ধারে চলে! প্রাণীটিকে রক্ষা করতে কী ব্যবস্থা নিচ্ছে বন দফতর? জানুন
1/8
কী নাম বলুন তো এই প্রাণীটির? সুন্দরবনে গেলেই দেখতে পাবেন নদীর ধারে এদের হেঁটে বেড়াতে! কখনও জলে, কখনও স্থলে অবাধ চলাচল! খুব মিষ্টি দেখতে এই প্রাণী মাছ খেতে ভীষণ ভালবাসে! মাছ ধরতেই আসে জলে! এবার এদের গণনা শুরু হল সুন্দরবেন! (লেখা ও ছবি:  নবাব মল্লিক)
কী নাম বলুন তো এই প্রাণীটির? সুন্দরবনে গেলেই দেখতে পাবেন নদীর ধারে এদের হেঁটে বেড়াতে! কখনও জলে, কখনও স্থলে অবাধ চলাচল! খুব মিষ্টি দেখতে এই প্রাণী মাছ খেতে ভীষণ ভালবাসে! মাছ ধরতেই আসে জলে! এবার এদের গণনা শুরু হল সুন্দরবেন! (লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
2/8
এদের নাম ভোঁদড়! এক সময়ে সুন্দরবনের জঙ্গল নদী ও খাঁড়িতে প্রচুর ভোঁদড়ের দেখা মিলত। এখন তাদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে এই প্রাণীটি। (লেখা ও ছবি:  নবাব মল্লিক)
এদের নাম ভোঁদড়! এক সময়ে সুন্দরবনের জঙ্গল নদী ও খাঁড়িতে প্রচুর ভোঁদড়ের দেখা মিলত। এখন তাদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে এই প্রাণীটি। (লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
3/8
সেজন্য ভোঁদড়ের সঠিক সংখ্যা জেনে সংরক্ষণের ব্যবস্থা করতে শুরু করেছে বনদফতর। সূত্রের খবর বাঘের সংখ্যা নির্ধারণে যে ক্যামেরা কাজে লাগানো হয় সেই ক্যামেরাতেই উঠবে ভোঁদড়ের ছবি।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
সেজন্য ভোঁদড়ের সঠিক সংখ্যা জেনে সংরক্ষণের ব্যবস্থা করতে শুরু করেছে বনদফতর। সূত্রের খবর বাঘের সংখ্যা নির্ধারণে যে ক্যামেরা কাজে লাগানো হয় সেই ক্যামেরাতেই উঠবে ভোঁদড়ের ছবি।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
4/8
সেই ছবি দেখেই ভোঁদড়ের সংখ্যা নির্ধারণ করা হবে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
সেই ছবি দেখেই ভোঁদড়ের সংখ্যা নির্ধারণ করা হবে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
5/8
 সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানতে জঙ্গলের মধ্যে ইনফ্রা-রে প্রযুক্তি যুক্ত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে ছবি তোলা হয়েছে আগে। এই ক্যামেরার সামনে যে কোন প্রাণী এলে মোশান সেন্সর সক্রিয় হয়। নিজে থেকেই ছবি ওঠে অন্ধকারেও।(লেখা ও ছবি:নবাব মল্লিক)
সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানতে জঙ্গলের মধ্যে ইনফ্রা-রে প্রযুক্তি যুক্ত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে ছবি তোলা হয়েছে আগে। এই ক্যামেরার সামনে যে কোন প্রাণী এলে মোশান সেন্সর সক্রিয় হয়। নিজে থেকেই ছবি ওঠে অন্ধকারেও।(লেখা ও ছবি:নবাব মল্লিক)
advertisement
6/8
২০২১ সালের ডিসেম্বরে বাঘ গণনার জন্য সুন্দরবনের ৭৪৮ টি জায়গায় এই ক্যামেরা বসানো হয়েছিল সেই ক্যামেরার ছবি বিশ্লেষণ করে জানা গিয়েছে, সুন্দরবনে ১০০ টি বাঘ ও৩৮৫ বাগরোল রয়েছে।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
২০২১ সালের ডিসেম্বরে বাঘ গণনার জন্য সুন্দরবনের ৭৪৮ টি জায়গায় এই ক্যামেরা বসানো হয়েছিল সেই ক্যামেরার ছবি বিশ্লেষণ করে জানা গিয়েছে, সুন্দরবনে ১০০ টি বাঘ ও৩৮৫ বাগরোল রয়েছে।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
7/8
এবার সেই ক্যামেরার ছবি বিশ্লেষণ করেই চলছে ভোঁদড়ের সংখ্যা নির্ধারণের কাজ। ইতিমধ্যে ভোঁদড়ের ২১০ টি ছবি শনাক্ত করে করা গিয়েছে। এই কথা জানানো হয়েছে বনদফতরের পক্ষ থেকে। সমস্ত ছবি বিশ্লেষণ করে মনে করা হচ্ছে জঙ্গলে প্রায় ১৬০ টি ভোঁদড় রয়েছে।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
এবার সেই ক্যামেরার ছবি বিশ্লেষণ করেই চলছে ভোঁদড়ের সংখ্যা নির্ধারণের কাজ। ইতিমধ্যে ভোঁদড়ের ২১০ টি ছবি শনাক্ত করে করা গিয়েছে। এই কথা জানানো হয়েছে বনদফতরের পক্ষ থেকে। সমস্ত ছবি বিশ্লেষণ করে মনে করা হচ্ছে জঙ্গলে প্রায় ১৬০ টি ভোঁদড় রয়েছে।(লেখা ও ছবি: নবাব মল্লিক)
advertisement
8/8
এই সংখ্যা পরিষ্কার হলেই ভোঁদড় সংরক্ষণের উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন।(লেখা ও ছবি:নবাব মল্লিক)
এই সংখ্যা পরিষ্কার হলেই ভোঁদড় সংরক্ষণের উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন।(লেখা ও ছবি:নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement