শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে আকাশের মুখ গোমড়া। রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ফলে অনেকটাই কমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ আরও নামবে। এদিন, দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিন, শিলিগুড়ির তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।