Richa Ghosh Felicitation In Naxalbari: উত্তরবঙ্গ রিচাকে নিয়ে মেতে, হুডখোলা জিপে গ্র্যান্ড সম্বর্ধনা, হবে ক্রিকেট ক্যাম্প- স্টেডিয়ামও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Richa Ghosh Felicitation In Naxalbari: নকশালবাড়িতে রিচা ঘোষকে রাজকীয় সংবর্ধনা!তৈরি হচ্ছে ক্রিকেট ক্যাম্প, পরিকল্পনায় পূর্ণাঙ্গ স্টেডিয়ামও
নকশালবাড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার রিচা ঘোষকে ঘিরে সোমবার নকশালবাড়িতে দেখা গেল উৎসবের রঙ। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এদিন রাজকীয় সংবর্ধনা পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনার মেয়ে। সকাল থেকেই ভিড় উপচে পড়ে নকশালবাড়ির বাজার, স্কুল ডাংগি সংলগ্ন এলাকা এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে—শুধু এক ঝলক রিচাকে দেখার আশায়।
advertisement
বিশ্বকাপ জয়ের পর এটাই ছিল রিচার প্রথম নকশালবাড়ি সফর। পৌঁছনোর পরই হুটখোলা জিপে তাকে ঘোরানো হয় বাজার এলাকার বিভিন্ন প্রান্তে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারন মানুষ, খুদে পড়ুয়া থেকে প্রবীণ ক্রিকেটপ্রেমীরা হাত নেড়ে স্বাগত জানান তারকা ব্যাটারকে। পুরো এলাকা তখন যেন মেতে ওঠে এক অনন্য ক্রিকেট–উৎসবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
তবে এদিনের মূল চমক ছিল নকশালবাড়িতে রিচা ঘোষের ক্রিকেট কোচিং ক্যাম্প গড়ে তোলার উদ্যোগ। রিচা সকালে পরিদর্শন করেন নকশালবাড়ি স্কুল ডাংগি–সংলগ্ন মাঠ এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জমি। সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, সহকারী সভাধিপতি, মহকুমা শাসক এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধানসহ পরিষদের সদস্যরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
পরিদর্শনের পর মহকুমা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শুধু কোচিং ক্যাম্প নয়—ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটি ক্রিকেট মাঠ বা ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও চলছে। সভাধিপতি অরুন ঘোষ বলেন,“রিচার উপস্থিতিতে আজ আমরা জমি দেখে নিলাম। ক্রিকেট একাডেমি বা ইনডোর স্টেডিয়াম—কী হবে, তা সময়ই বলবে। তবে নকশালবাড়ির ছেলেমেয়েদের জন্য বড় কিছু করার ইচ্ছে আমাদের রয়েছে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
সংবর্ধনা অনুষ্ঠানে রিচার হাতে তুলে দেওয়া হয় স্মারক, ফুল এবং বিভিন্ন ক্লাব–বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। রিচাও জানিয়ে দেন, “গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের জন্য কিছু করতে চাই। প্রতিভা রয়েছে—সুযোগের অভাবটাই বড় সমস্যা। যদি নকশালবাড়িতে একটি ভালো ক্রিকেট একাডেমি তৈরি হয়, তাহলে বহু প্রতিভা উঠে আসবে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
দিনভর নকশালবাড়ির রাস্তায় ছিল উৎসবের আমেজ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট ছোট মেয়েদের চোখে ঝলমলে স্বপ্ন—“রিচা দি’র মতো খেলব আমরা।” রিচা ঘোষের আগমন শুধু সংবর্ধনার অনুষ্ঠান নয়—নকশালবাড়ির ভবিষ্যৎ খেলাধুলার মানচিত্রে নতুন এক সম্ভাবনার সূচনা বলেই মনে করছেন ক্রীড়া মহল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
