Purulia News: পাঁচ জেলায় বৃষ্টির মহা আপডেট! রাজ্যের পুজো কেমন কাটবে, দেখুন আবহাওয়ার আপডেট
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News: সংশয় কাটিয়ে একেবারেই নির্বিঘ্নে সম্পন্ন হতে দেখা গিয়েছে মহালয়া।
advertisement
দক্ষিণের অন্যান্য জেলার মতনই পুরুলিয়া জেলা জুড়ে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। বেশ অনেকটাই বেড়েছে তাপমাত্রা পারদ। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ঝড়বৃষ্টির পরিমাণ কমে গিয়ে প্রখর রোদের দেখা মিলছে গোটা জেলাতেই।
advertisement
অনেকখানি উন্নতি হয়েছে আবহাওয়ার। বেড়েছে তাপমাত্রার পারদ। টানা ঝড় বৃষ্টির কারণে অনেকটাই নাজেহাল হতে হয়েছিল দক্ষিণের মানুষদের। সেই বৃষ্টির হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণের প্রায় সর্বত্র তীব্র রোদের দেখা মিলেছে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে যা পূর্বাভাস পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট এ বারের পুজোয় ওয়েদার মোটের উপর ভালই কাটবে। আপাতত দক্ষিণের ঝড় বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিস্কারই থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা আর সেই ভাবে কোথাও নেই বললেই চলে দক্ষিণের জেলাগুলিতে। পুজোর আগে তাই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণের মানুষেরা। স্বস্তিতে রয়েছেন পুরুলিয়া জেলার মানুষেরাও। টানা ঝড় বৃষ্টির কারণে অনেকটাই নাকাল দশা হয়েছিল জেলাবাসীদের। এর থেকে রেহাই পেয়েছেন তাঁরা।