*এ দিন অর্থাৎ ২৭ জানুয়ারি শুক্রবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়ার তারতম্যের কারণে দিঘায় সকালবেলা সমুদ্র সৈকত ঢেকে গিয়েছে কুয়াশায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
*পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার তারতমের কারণে জেলার বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা আবার কোথাও হালকা কুয়াশা। আকাশ সকালের দিকে কুয়াশায় ঢাকা। বেলা বাড়লে কুয়াশা সরিয়ে সূর্যের দেখা মিলবে। উত্তরে হাওয়ার দাপট নেই ফলে শীতের বিদায় জানুয়ারি মাসেই।