Digha Weather|| পাগলপারা দিঘা, ফুঁসছে সমুদ্র, গার্ডওয়াল ছাপিয়ে জলোচ্ছাস, দেখুন ছবিতে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha Latest Weather Forecast: মুখ্যমন্ত্রী জেলা সফরের আগেই নিম্ন চাপের কারণে প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকটি, মোকাবেলায় তৎপর প্রশাসন।
advertisement
advertisement
advertisement
advertisement
*পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দিন সমুদ্রের গার্ডওয়ালের পাশে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেয় স্থানীয় প্রশাসন৷ দিঘা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘সমুদ্রে এসে অনেকেই মত্ত হয়ে ওঠেন৷ ফলে আবেগের তাড়নায় তাঁরা কী করেন, তার খেয়াল থাকে না৷ এ দিকে দুর্ঘটনা ঘটলে সবার প্রথম অভিযোগের আঙুলটা ওঠে পুলিশের দিকে৷ তাই শুধু মৌখিক সতর্কতা নয়, আমরা সব ধরণের নজরদারির ব্যবস্থাই রেখেছি৷ কথা না শুনলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷’’ প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
