Digha Weather Forecast: শনি-রবি লংড্রাইভে দিঘা ঘোরার ইচ্ছে? জেনে নিন আকাশ ভেঙে কী দুর্যোগ আসছে সৈকতশহরে
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Digha Weather Forecast: আবহাওয়ার এই মুড সুইং-এ নাজেহাল পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা। বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের
প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। ফলে আবারও সপ্তাহ শেষে ছুটির দিনে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই মুড সুইং-এ নাজেহাল পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা। বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া যায় দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ২৫ মার্চ, শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি। যা স্বাভাবিক থেকে ১ ডিগ্রি বেশি। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে ২ ডিগ্রি বেশি।
advertisement
দিঘা ও তার সংলগ্ন এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। এদিন দুপুরের দিঘায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ।
advertisement
শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, দুপুরের পর ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement







