Thekua Recipe: মাত্র কয়েকটা জিনিস থাকলেই বাড়িতেই বানিয়ে ফেলা যাবে ছট পুজোর স্পেশাল ঠেকুয়া
Last Updated:
ছট পুজোর ঠেকুয়া খেতে ভালবাসেন অনেকেই। কীভাবে বানাবেন ঠেকুয়া, দেখে নিন।
ছট পুজো (Chhath Puja 2022)মানেই চার দিন ব্যাপী ধুমধাম আর নানা রকম সুস্বাদু খাবারের সমাহার। এই পুজোর সব খাবারই তৈরি করা হয় ঘি দিয়ে। ছটপুজোর অন্যতম খাবার হল ঠেকুয়া। এই উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয় ছট পুজো। বিহার, ঝাড়খণ্ডের জনপ্রিয় খাবার এই ঠেকুয়া (Thekua)। (Malobika Biswas)
advertisement
ছট পুজো আসলে সূর্যদেবের আরাধনা ৷ বছরে দু’টি ছট হয়, একটা হয় চৈত্র মাসে, অন্যটা কার্তিক মাসে ৷ কথিত আছে, ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র ও সীতাদেবী শুক্ল ষষ্ঠীর দিনেই সূর্যের আরাধনা করেছিলেন। দ্বাপরে সূর্যপুত্র কর্ণ তিনিও সূর্যদেবের পুজো করেন ৷ দীপাবলীর ঠিক ৬ দিন পরে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই পুজো করা হয়। তাই এর নাম ছট পুজো(Chhath Puja)।
advertisement
advertisement
advertisement
advertisement
আটা, চিনি, ঘি, সাদা তেল- ৩০০ গ্ৰাম, উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে মাখুন। এক্ষেত্রে মনে রাখবেন এমন ভাবে মাখবেন যাতে ময়দা মাখাটা বেশি নরম বা শক্ত যেন না হয়। আটা মাখা হলে তার থেকে লেছি কাটুন। এবার ঠেকুয়া বানানোর যে ছাঁচ পাওয়া যায় তাতে সেই লেছি চেপে দিন। এবার ওই ছাঁচের আকারে তৈরি হয়ে যাবে ঠেকুয়া।
advertisement
advertisement