Pet Dog Life: প্রিয় পোষ্য কুকুর কতদিন বাঁচতে পারে? নাক দেখেই মিলবে হিসেব! আপনিও জেনে নিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Pet Dog: লম্বা নাকযুক্ত কুকুরের প্রজাতি দীর্ঘজীবী হয়। ছোট নাকওয়ালা কুকুরের আয়ু সবচেয়ে কম। গবেষণায় আরও চমকপ্রদ ফল মিলেছে।
*প্রাণীদের নিয়ে বহু গবেষণা হয়। কিছু গবেষণা পদ্ধতি অদ্ভুত, কিছু অদ্ভুত ফলাফল দেয়। এক অনন্য গবেষণায় প্রায় ৫ লক্ষ কুকুরের প্রকৃতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, কুকুরের আয়ুষ্কাল কত হবে বা আপনার কুকুর কতদিন বাঁচবে, তা তাদের নাকের আকৃতি দেখেই বলা যায়। কোন জাতের কুকুরের আয়ু বেশি আর কোন জাতের কুকুরের আয়ু কম, তা জেনে নিন। প্রতীকী ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ক্রিস্টিন ম্যাকমিলান এবং তার সহকর্মীরা যুক্তরাজ্যের ১৮টি বিভিন্ন উৎস থেকে কুকুরের যাবতীয় তথ্য পেয়েছেন। এর মধ্যে রয়েছে ব্রীজ রেজিস্ট্রি, ভেটস, পোষ্য বীমা কোম্পানি, পশু কল্যাণ দাতব্য প্রতিষ্ঠান এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠান। ক্রসব্রিড এবং বিশুদ্ধ প্রজাতি উভয় প্রজাতিই এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*১২টি সবচেয়ে জনপ্রিয় প্রজাতির মধ্যে ৫০ শতাংশ ছিল বিশুদ্ধ প্রজাতি। ল্যাব্রাডরদের আয়ু ছিল ১৩.১ বছর, জ্যাক রাসেল টেরিয়ারের ১৩.৩ বছর এবং ক্যাভালিয়ার কিং চার্লস স্প্যানিয়েলস ১১.৪ বছর দেখা গিয়েছে। বিশুদ্ধ প্রজাতির ক্ষেত্রে আয়ু (১২.৭ বছর), মিশ্র প্রজাতির ক্ষেত্রে (১২ বছর) আয়ু হতে দেখা গিয়েছে কুকুরদের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
*গবেষকরা বলছেন, এই গবেষণায় শুধুমাত্র যুক্তরাজ্যের কুকুরের প্রতিফলন দেখা গিয়েছে। তিনি পরামর্শ দেন, এই গবেষণাটি বড় আকারে করা দরকার। এর সঙ্গে অন্যান্য দেশের কুকুর প্রজাতিকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রতীকী ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)