Viral Photos| Year Ender 2021|| কেমন কাটল ২০২১! 'এই' ১০ রোমহর্ষক ছবি আপনাকে অস্থির করে তুলবে! দেখুন...

Last Updated:
10 Photos That Will Take Your Breath Away: ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হয়া করোনা ভাইরাসের সংক্রমণ ২০২১-এও পিছু ছাড়েনি। এই অভিশপ্ত বছরের ১০টি শ্বাসরুদ্ধ ছবি, যা আপনাকে নাড়িয়ে দিতে পারে...
1/11
*২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হয়া করোনা ভাইরাসের সংক্রমণ ২০২১-এও পিছু ছাড়েনি। মাঝে কিছুদিন বিধিনিষেধ শিথিল করার মতো পরিস্থিতি এলেও, সংক্রমণের দ্বিতীয় ঢেউ তছনছ করে দিয়েছে গোটা বিশ্বকে। তা ছাড়াও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। এখানে রইল বিশ্বের ১০টি ছবি, যা আপনাকে আর একবার ভাবাবে...
*২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হয়া করোনা ভাইরাসের সংক্রমণ ২০২১-এও পিছু ছাড়েনি। মাঝে কিছুদিন বিধিনিষেধ শিথিল করার মতো পরিস্থিতি এলেও, সংক্রমণের দ্বিতীয় ঢেউ তছনছ করে দিয়েছে গোটা বিশ্বকে। তা ছাড়াও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। এখানে রইল বিশ্বের ১০টি ছবি, যা আপনাকে আর একবার ভাবাবে...
advertisement
2/11
*২০২১ সালের ভয়ঙ্কর ছবিগুলির মধ্যে অন্যতম ব্রিটেনের উত্তর ওয়েলস-র নেফিয়ান গ্রামের একটি বাড়ির সামনে তৈরি হওয়া এই ধসের ছবিটি। জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগেও সমুদ্রের যে অংশে ধস নামে, সেখানে বহু মানুষ ছিলেন। ধসের জেরে একাধিক বাড়ির বাগানের অর্ধেক অংশ নষ্ট হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ২০ এপ্রিল। (Image: REUTERS/Carl Recine)
*২০২১ সালের ভয়ঙ্কর ছবিগুলির মধ্যে অন্যতম ব্রিটেনের উত্তর ওয়েলস-র নেফিয়ান গ্রামের একটি বাড়ির সামনে তৈরি হওয়া এই ধসের ছবিটি। জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগেও সমুদ্রের যে অংশে ধস নামে, সেখানে বহু মানুষ ছিলেন। ধসের জেরে একাধিক বাড়ির বাগানের অর্ধেক অংশ নষ্ট হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ২০ এপ্রিল। (Image: REUTERS/Carl Recine)
advertisement
3/11
*জ্বালানির সংকটে পড়েছিল গোটা হাইতি। ছবিটি অক্টোবর মাসের ৩১ তারিখের। সেদিন হাইতির Port-au-Prince-র একটি জ্বালানি ভরার স্টেশনে লাইন পড়েছিল হাজার হাজার মানুষের। মোটরসাইকেল, প্লাস্টিকের যার নিয়ে জ্বালানির অপেক্ষায় ছিলেন মানুষ। (Image: REUTERS/Ralph Tedy Erol)
*জ্বালানির সংকটে পড়েছিল গোটা হাইতি। ছবিটি অক্টোবর মাসের ৩১ তারিখের। সেদিন হাইতির Port-au-Prince-র একটি জ্বালানি ভরার স্টেশনে লাইন পড়েছিল হাজার হাজার মানুষের। মোটরসাইকেল, প্লাস্টিকের যার নিয়ে জ্বালানির অপেক্ষায় ছিলেন মানুষ। (Image: REUTERS/Ralph Tedy Erol)
advertisement
4/11
*মে মাসের ৪ তারিখে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মেক্সিকো-তে। একটি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় ব্যস্ত রাস্তার ওপরে রেলব্রিজটি ভেঙে পড়ে। (Image: REUTERS/Carlos Jasso)
*মে মাসের ৪ তারিখে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মেক্সিকো-তে। একটি ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় ব্যস্ত রাস্তার ওপরে রেলব্রিজটি ভেঙে পড়ে। (Image: REUTERS/Carlos Jasso)
advertisement
5/11
*করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল গোটা ভারত। এত মানুষের একসঙ্গে এমন মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ। ছবিটি ২২ এপ্রিলের। সেদিন দিল্লির একটি শ্মশানে গণ চিতা জ্বালাতে হয়েছিল করোনায় মৃতদের সৎকারের জন্য। যা দেখে কার্যত শিউরে উঠতে হয়েছিল। (Image: REUTERS/Danish Siddiqui)
*করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল গোটা ভারত। এত মানুষের একসঙ্গে এমন মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ। ছবিটি ২২ এপ্রিলের। সেদিন দিল্লির একটি শ্মশানে গণ চিতা জ্বালাতে হয়েছিল করোনায় মৃতদের সৎকারের জন্য। যা দেখে কার্যত শিউরে উঠতে হয়েছিল। (Image: REUTERS/Danish Siddiqui)
advertisement
6/11
*মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডেল রিও-র সিউদাদ আকুনা থেকে রিও গ্র্যান্ডে নদী অতিক্রম করার পর ডেল রিও ইন্টারন্যাশনাল ব্রিজের কাছে অপেক্ষারত কয়েক হাজার অভিবাসী। ছবিটি ১৮ সেপ্টেম্বরের। (Image: REUTERS/Adrees Latif)
*মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডেল রিও-র সিউদাদ আকুনা থেকে রিও গ্র্যান্ডে নদী অতিক্রম করার পর ডেল রিও ইন্টারন্যাশনাল ব্রিজের কাছে অপেক্ষারত কয়েক হাজার অভিবাসী। ছবিটি ১৮ সেপ্টেম্বরের। (Image: REUTERS/Adrees Latif)
advertisement
7/11
*ব্রাজিলের অ্যামাজন রাজ্যের বন্যা কবলিত এলাকা মানাকাপুরুর ছবি।  Solimoes নদীর জল দুকূল ছাপিয়ে বইছিল। সেই সময়ে গবাধিপশুরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল একটুকরো স্থলভূমিতে। ঘটনাটি ২৪ জুনের। (Image: REUTERS/Bruno Kelly)
*ব্রাজিলের অ্যামাজন রাজ্যের বন্যা কবলিত এলাকা মানাকাপুরুর ছবি। Solimoes নদীর জল দুকূল ছাপিয়ে বইছিল। সেই সময়ে গবাধিপশুরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল একটুকরো স্থলভূমিতে। ঘটনাটি ২৪ জুনের। (Image: REUTERS/Bruno Kelly)
advertisement
8/11
*ইসরায়েলের মিটজপে র‍্যামন থেকে দক্ষিণ ইজরায়েলের নেগেভ মরুভূমিতে র‍্যামন ক্রেটারে যাওয়ার গাড়ির রাস্তা। ছবিটি ২২ অক্টোবরের। (Image: REUTERS/ Ilan Rosenberg)
*ইসরায়েলের মিটজপে র‍্যামন থেকে দক্ষিণ ইজরায়েলের নেগেভ মরুভূমিতে র‍্যামন ক্রেটারে যাওয়ার গাড়ির রাস্তা। ছবিটি ২২ অক্টোবরের। (Image: REUTERS/ Ilan Rosenberg)
advertisement
9/11
*চিনের ইউনান প্রদেশের ইউক্সির ইউয়ানজিয়াংয় রাজ্যের ইউয়ানজিয়াং নদীর ব্রিজের ওপরে বন্য এশিয় হাতির পালকে দেখা যায়। ছবিটি ৪ অগাস্টের। (Image: Reuters)
*চিনের ইউনান প্রদেশের ইউক্সির ইউয়ানজিয়াংয় রাজ্যের ইউয়ানজিয়াং নদীর ব্রিজের ওপরে বন্য এশিয় হাতির পালকে দেখা যায়। ছবিটি ৪ অগাস্টের। (Image: Reuters)
advertisement
10/11
*রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের বলশোয়ে গোলস্টনয়ে গ্রামে হ্রদের পরিবেশগত সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজিত বৈকাল হ্রদের বরফের ওপর একটি হকি ম্যাচের পরে একটি হকি রিঙ্ক দেখানো হয়। ছবিটি ৪ মার্চের।  (Image: REUTERS/Maxim Shemetov)
*রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের বলশোয়ে গোলস্টনয়ে গ্রামে হ্রদের পরিবেশগত সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজিত বৈকাল হ্রদের বরফের ওপর একটি হকি ম্যাচের পরে একটি হকি রিঙ্ক দেখানো হয়। ছবিটি ৪ মার্চের। (Image: REUTERS/Maxim Shemetov)
advertisement
11/11
*১৭ মে ব্রিটেনের ব্ল্যাকপুলে COVID-19 বিধিনিষেধ শিথিল করার পরে ব্ল্যাকপুল সমুদ্র সৈকতে স্যান্ড ইন ইওর আই-র বিশাল বালি ভাস্কর্য। (Image: REUTERS/Molly Darlington)
*১৭ মে ব্রিটেনের ব্ল্যাকপুলে COVID-19 বিধিনিষেধ শিথিল করার পরে ব্ল্যাকপুল সমুদ্র সৈকতে স্যান্ড ইন ইওর আই-র বিশাল বালি ভাস্কর্য। (Image: REUTERS/Molly Darlington)
advertisement
advertisement
advertisement