Worst Foods: পৃথিবীর সবথেকে জঘন্য খাবার কী! বাঙালির সাধের এই খাবারও আছে! কী খাবার বলুন তো? প্রথমে কোন খাবার?

Last Updated:
Worst Foods: পৃথিবীর সব থেকে জঘন্য ১০ খাবার কোনগুলি?
1/10
পৃথিবীর সব থেকে জঘন্য ১০০টি খাবারের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে রয়েছে আলু বেগুনের তরকারিও! টেস্ট অ্যাটলাসের এই ১০০ টি জঘন্য খাবারের মধ্যে ৬০ নম্বর স্থানে আছে আলু বেগুনের তরকারি। তবে পৃথিবীর সব থেকে জঘন্য ১০ খাবার কোনগুলি?
পৃথিবীর সব থেকে জঘন্য ১০০টি খাবারের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে রয়েছে আলু বেগুনের তরকারিও! টেস্ট অ্যাটলাসের এই ১০০ টি জঘন্য খাবারের মধ্যে ৬০ নম্বর স্থানে আছে আলু বেগুনের তরকারি। তবে পৃথিবীর সব থেকে জঘন্য ১০ খাবার কোনগুলি?
advertisement
2/10
জাপানিজ এবং আমেরিকান ফ্লেভর যুক্ত খাবার হল রামেন বার্গার। এখানে দুটো বান পাউরুটির মাঝে বিফের মাংস এবং রামেন নুডুলস দেওয়া থাকে।
জাপানিজ এবং আমেরিকান ফ্লেভর যুক্ত খাবার হল রামেন বার্গার। এখানে দুটো বান পাউরুটির মাঝে বিফের মাংস এবং রামেন নুডুলস দেওয়া থাকে।
advertisement
3/10
আইসল্যান্ডের হাকার্ল একটি ট্র্যাডিশনাল খাবার যা পচানো শার্কের মাংস দিয়ে তৈরি করা হয়। এখানে একটা অদ্ভুত অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায় যা অনেকেরই পছন্দ নয়।
আইসল্যান্ডের হাকার্ল একটি ট্র্যাডিশনাল খাবার যা পচানো শার্কের মাংস দিয়ে তৈরি করা হয়। এখানে একটা অদ্ভুত অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায় যা অনেকেরই পছন্দ নয়।
advertisement
4/10
ইয়েরুশালমি কুগেল হল একটি ইজরায়েলের খাবার। এটা ডিমের নুডুলস দিয়ে তৈরি করা নুডুলসের পুডিং। এটার সঙ্গে ক্যারামেলাইজড চিনি, গোলমরিচ এবং অন্যান্য মশলা থাকে।
ইয়েরুশালমি কুগেল হল একটি ইজরায়েলের খাবার। এটা ডিমের নুডুলস দিয়ে তৈরি করা নুডুলসের পুডিং। এটার সঙ্গে ক্যারামেলাইজড চিনি, গোলমরিচ এবং অন্যান্য মশলা থাকে।
advertisement
5/10
কুর্জেমের একটি মিষ্টি হল স্কল্যান্দ্রসিস। গাজর, চিনি, লবঙ্গ, দারুচিনি এবং ময়দা দিয়ে বানানো হয়ে থাকে।
কুর্জেমের একটি মিষ্টি হল স্কল্যান্দ্রসিস। গাজর, চিনি, লবঙ্গ, দারুচিনি এবং ময়দা দিয়ে বানানো হয়ে থাকে।
advertisement
6/10
চিলির চ্যাপালেলেও আছে এই তালিকায়। এটা আদতে আলুর ডাম্পলিং। এখানে আলু ছাড়াও ময়দা, নুন ব্যবহার করা হয়ে থাকে।
চিলির চ্যাপালেলেও আছে এই তালিকায়। এটা আদতে আলুর ডাম্পলিং। এখানে আলু ছাড়াও ময়দা, নুন ব্যবহার করা হয়ে থাকে।
advertisement
7/10
সুইডেনের খাবার কালভসিলটাও এই তালিকায় আছে। এটা মুখরোচক খাবার হিসেবে খাওয়া হয়।
সুইডেনের খাবার কালভসিলটাও এই তালিকায় আছে। এটা মুখরোচক খাবার হিসেবে খাওয়া হয়।
advertisement
8/10
ঘোড়ার মাংস দিয়ে তৈরি হওয়া স্পেনের স্যান্ডউইচ রয়েছে তালিকায়। এই পদ দেখলেই অনেকেরই গা গুলিয়ে উঠতে পারে।
ঘোড়ার মাংস দিয়ে তৈরি হওয়া স্পেনের স্যান্ডউইচ রয়েছে তালিকায়। এই পদ দেখলেই অনেকেরই গা গুলিয়ে উঠতে পারে।
advertisement
9/10
ক্যালস্ক্রভ হল একটি সুইডিশ খাবার। এটা হল পিৎজা এবং হ্যামবার্গারের মিশ্রণ। দুটোর স্বাদ পাওয়া যাবে এখানে।
ক্যালস্ক্রভ হল একটি সুইডিশ খাবার। এটা হল পিৎজা এবং হ্যামবার্গারের মিশ্রণ। দুটোর স্বাদ পাওয়া যাবে এখানে।
advertisement
10/10
মারমিট এবং চিপ স্যান্ডউইচও এই খারাপ খেতে খাবারের তালিকায় আছে। এটি আলি, মারমিট, ইত্যাদি দিয়ে তৈরি করা হয়।
মারমিট এবং চিপ স্যান্ডউইচও এই খারাপ খেতে খাবারের তালিকায় আছে। এটি আলি, মারমিট, ইত্যাদি দিয়ে তৈরি করা হয়।
advertisement
advertisement
advertisement