আর্থিক অনটন ? অশান্তি ? সব কাজেই বিফল ? শুক্রবার নিবিষ্ট চিত্তে তারা মায়ের আরাধনা করুন--
Last Updated:
শুক্রবার শক্তির দিন, মাতৃ শক্তি আরাধনার দিন। হিন্দুশাস্ত্র মতে, এদিন তারা মায়ের অরাধনা করলে জীবনে আর কোনও সমস্যাই থাকে না। গৃহস্থে মায়ের আগমণ ঘটে। আর্থিক অনটন দূর হয় নিমেষে, মনের সব ইচ্ছে পূরণ হয়। পুরাণ মতে, মা তারার আর্বিভাব ঘটেছিল সমুদ্র মন্থনের সময়। সমুদ্র গর্ভ থেকে উঠে আসা হলাহল পান করে মহাদেব অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেই সময় মা পার্বতী, তারা মায়ের রূপে সেখানে আর্বিভূত হয়ে দেবাদিদেবকে দুধ পান করান, মুহূর্তে ফিরে আসে শিব ঠাকুরের জ্ঞান। সেই থেকেই মায়ের এই বিশেষ রূপের অরাধনা হয়ে আসছে।
advertisement
advertisement
advertisement
পুরাণ মতে, মায়ের শক্তি রূপের অরাধনা করার পাশাপাশি এক মনে ১০০৮ বার তারা মন্ত্র জপ করলে দেবী প্রসন্ন হন। অর্থনৈতিক অভাব মিটে যায়, সামাজিক সম্মানও বৃদ্ধি পায়। Photo Source: Collected পুরাণ মতে, মায়ের শক্তি রূপের অরাধনা করার পাশাপাশি এক মনে ১০০৮ বার তারা মন্ত্র জপ করলে দেবী প্রসন্ন হন। অর্থনৈতিক অভাব মিটে যায়, সামাজিক সম্মানও বৃদ্ধি পায়।
advertisement
advertisement