Worlds Biggest School: বিশ্বের সবথেকে বড় স্কুল আছে ভারতে! কোথায় সেই স্কুল? কী নাম জানেন? গর্বে বুক ফুলে উঠবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Worlds Biggest School: জানলে অবাক হয়ে যাবেন, আমাদের দেশ ভারতেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুলটি। কী নাম সেই স্কুলের বলতে পারবেন?
advertisement
advertisement
সিটি মন্টেসরি স্কুল (সিএমএস) হল একটি উচ্চ মাধ্যমিক স্কুল। ১৯৫৯ সালে ড. জগদীশ গান্ধি এবং ড. ভারতী গান্ধি মিলে মাত্র ৫ জন পড়ুয়া নিয়ে চালু করেছিলেন সিটি মন্টেসরি স্কুল (সিএমএস)। সিএমএস কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের সঙ্গে অনুমোদিত। এই স্কুলের মোট চারটি বিভাগ রয়েছে - প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র, সিনিয়র।
advertisement
আসলে একটি স্কুলের একক ভবনে ৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানো সহজ কাজ নয়। তবে সিএমএস এটা করে রীতিমতো নজির গড়েছে। সেই সঙ্গে 'বিশ্বের সবচেয়ে বড় স্কুল' হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। সিএমএস-এ শিশুদের বিকাশ, নৈতিক চরিত্র গঠন, দৃষ্টিভঙ্গি তৈরির উপর খুবই জোর দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাল ২০০৫-এ গিনেস ওয়ার্ল্ড বুকে নামও তুলে নিয়েছে এই স্কুলটি। এছাড়াও স্কুলটি ২০০২ সালে ইউনেস্কো কর্তৃক শান্তি শিক্ষা পুরস্কারে ভূষিত হয়েছে। সিটি মন্টেসরি স্কুল তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা কর্তৃক HOPE OF HUMANITY পুরস্কারেও ভূষিত হয়। মাত্র ৫ জন ছাত্র নিয়ে শুরু হওয়া একটি স্কুলের সাফল্যের গল্প সত্যিই বিস্ময়কর।