World: কে অপেক্ষা করে আছে ওখানে? কেন এই পথ দিয়ে আজও জাহাজ যেতে ভয় পায়! বিশ্বের ডেঞ্জারাস জায়গা 'ড্রেক প্যাসেজ'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
World: প্রবল ঝড়-বৃষ্টিতে দক্ষিণ দিকে চলে যায় জাহাজটি। জাহাজটি প্রশান্ত মহাসাগরে পৌঁছয়।
অ্যান্টার্কটিকা মহাদেশের একাধিক জায়গায় পর্যটন চালু হয়েছে। এই মহাদেশে খেলে বেড়ায় পেঙ্গুইন। সেখানে যাওয়া খুব সহজ না। তুষার আবৃত এই মহাদেশে ‘ড্রেক প্যাসেজ’ এর ওপর দিয়ে যেতে হয়। এটি বিশ্বের রুক্ষতম সমুদ্র হিসেবে পরিচিত। একবার স্যার ফ্রান্সিস ড্রেক আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার চেষ্টা করেন। হঠাৎ দুর্যোগের মধ্যে পড়েন।
advertisement
advertisement
advertisement
প্রশান্ত মহাসাগর অত্যন্ত রহস্যময়। এই অঞ্চলের আবহাওয়া প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়। এই শান্ত, তো পর মুহূর্তেই সে ভয়ঙ্কর। তার ভয়াবহ উত্তাল ঢেউ যাত্রাপথকে সর্বদাই বিপদসঙ্কুল করে রাখে। তাই কখন কী হয় তা আগে থেকে বলা সম্ভব না। কিন্তু অভিযাত্রীদের সাহস, জেদ আর বুদ্ধি একসাথে মিলে সব অনিশ্চয়তাকে হটিয়ে দিয়েছে বারবার।
advertisement
এটি মূলত দক্ষিণ আমেরিকার কেপ হর্ন, চিলি, আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকার দক্ষিণ শ্যাটল্যান্ড দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অংশ। এটি আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং বয়ে গেছে দক্ষিণ মহাসাগর পর্যন্ত। ইংরেজ অভিযাত্রী স্যার ফ্রান্সিস ড্রেক একবার এক অভিযানে জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন। একপর্যায়ে শুরু হল ঝড়বৃষ্টি। ঝড়ের তোড়ে জাহাজ ভেসে গেল বেশ দক্ষিণে।
advertisement
advertisement