World Most Expensive Hotel: লাস ভেগাসেই রয়েছে বিশ্বের সবথেকে দামি হোটেল; এখানে এক রাত কাটানোর খরচ শুনলে চক্ষু হবে চড়কগাছ!

Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে ‘দ্য পামস ক্যাসিনো রিসর্ট’-এর হোটেল রুম সবথেকে দামি। এই হোটেল রুমের নাম এমপ্যাথি স্যুইট পামস। আর এই রুমে এক রাত কাটানোর খরচ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! শোনা যায়, এক রাত থাকতে হলে এখানে খসাতে হবে ৭৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬১.৫০ লক্ষ টাকা।
1/6
কোথাও বেড়াতে গিয়ে অনেকেই ঝাঁ চকচকে দামি বিলাসবহুল হোটেলে উঠতেই বেশি পছন্দ করেন। যেখানে থাকবে নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা। কিন্তু বিশ্বের সবথেকে দামি এবং বিলাসবহুল হোটেল কোথায় আছে অনেকেরই জানা নেই। সেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে। ওই শহরের দ্য পামস ক্যাসিনো রিসর্টের হোটেল রুম সবথেকে দামি।
কোথাও বেড়াতে গিয়ে অনেকেই ঝাঁ চকচকে দামি বিলাসবহুল হোটেলে উঠতেই বেশি পছন্দ করেন। যেখানে থাকবে নানা অত্যাধুনিক সুযোগ-সুবিধা। কিন্তু বিশ্বের সবথেকে দামি এবং বিলাসবহুল হোটেল কোথায় আছে অনেকেরই জানা নেই। সেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে। ওই শহরের দ্য পামস ক্যাসিনো রিসর্টের হোটেল রুম সবথেকে দামি।
advertisement
2/6
 এই হোটেল রুমের নাম এমপ্যাথি স্যুইট পামস। আর এই রুমে এক রাত কাটানোর খরচ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! শোনা যায়, এক রাত থাকতে হলে এখানে খসাতে হবে ৭৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬১.৫০ লক্ষ টাকা।
এই হোটেল রুমের নাম এমপ্যাথি স্যুইট পামস। আর এই রুমে এক রাত কাটানোর খরচ শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! শোনা যায়, এক রাত থাকতে হলে এখানে খসাতে হবে ৭৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬১.৫০ লক্ষ টাকা।
advertisement
3/6
 ইনিস ইয়িংলমাজার নামে এক ইউটিউবার সম্প্রতি এই হোটেলে পৌঁছে গিয়েছিলেন। এই হোটেলের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। ওই ইউটিউবারের দাবি, ড্যামিয়েন হার্স্ট নামে এক বিখ্যাত ব্রিটিশ স্থপতি এই হোটেলের নকশা তৈরি করেছেন। মনে করা হচ্ছে, ৯১৫৬ বর্গফুট ওই পেন্টহাউজে ওই স্থপতির শিল্পকর্মের মূল্যই ৩০০ কোটি টাকা। একটি স্যুইটে রয়েছে মেঝে থেকে সিলিং পর্যন্ত বিশাল জানলা। সেই জানলা দিয়েই উপভোগ করা যাবে লাস ভেগাস শহরের অপরূপ সৌন্দর্য। এর পাশাপাশি রয়েছে একটি ব্যক্তিগত পুল এবং দুটি কিং সাইড বেডরুম।
ইনিস ইয়িংলমাজার নামে এক ইউটিউবার সম্প্রতি এই হোটেলে পৌঁছে গিয়েছিলেন। এই হোটেলের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। ওই ইউটিউবারের দাবি, ড্যামিয়েন হার্স্ট নামে এক বিখ্যাত ব্রিটিশ স্থপতি এই হোটেলের নকশা তৈরি করেছেন। মনে করা হচ্ছে, ৯১৫৬ বর্গফুট ওই পেন্টহাউজে ওই স্থপতির শিল্পকর্মের মূল্যই ৩০০ কোটি টাকা। একটি স্যুইটে রয়েছে মেঝে থেকে সিলিং পর্যন্ত বিশাল জানলা। সেই জানলা দিয়েই উপভোগ করা যাবে লাস ভেগাস শহরের অপরূপ সৌন্দর্য। এর পাশাপাশি রয়েছে একটি ব্যক্তিগত পুল এবং দুটি কিং সাইড বেডরুম।
advertisement
4/6
 দুর্দান্ত এই স্যুইট আবার ন্যূনতম দুই রাতের জন্য বিশেষ ভাবে মিলিয়ন-ডলার ক্যাসিনো রোলারদের সংরক্ষিত। এর পাশাপাশি এই হোটেল রুমে রয়েছে বিখ্যাত ওই শিল্পীর ৬টি জনপ্রিয় ইনস্টলেশন। আর আশ্চর্যের বিষয় হল, প্রতিটি ইনস্টলেশনের মূল বিষয় হচ্ছে, মৃত্যুর প্রসঙ্গে শিল্পীর বৈচিত্র্যময় গবেষণা।
দুর্দান্ত এই স্যুইট আবার ন্যূনতম দুই রাতের জন্য বিশেষ ভাবে মিলিয়ন-ডলার ক্যাসিনো রোলারদের সংরক্ষিত। এর পাশাপাশি এই হোটেল রুমে রয়েছে বিখ্যাত ওই শিল্পীর ৬টি জনপ্রিয় ইনস্টলেশন। আর আশ্চর্যের বিষয় হল, প্রতিটি ইনস্টলেশনের মূল বিষয় হচ্ছে, মৃত্যুর প্রসঙ্গে শিল্পীর বৈচিত্র্যময় গবেষণা।
advertisement
5/6
 সাধারণ ঘরের আসবাবপত্র থেকে ওয়াল ডেকাল - এই সব কিছুই ১৯৯১ সালের ড্যামিয়েন হার্স্টের লন্ডনের প্রদর্শনী থেকেই আনা হয়েছে। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে শিল্পীর স্বতন্ত্র প্রজাপতি প্রতীক।
সাধারণ ঘরের আসবাবপত্র থেকে ওয়াল ডেকাল - এই সব কিছুই ১৯৯১ সালের ড্যামিয়েন হার্স্টের লন্ডনের প্রদর্শনী থেকেই আনা হয়েছে। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে শিল্পীর স্বতন্ত্র প্রজাপতি প্রতীক।
advertisement
6/6
 আর শিল্পের পৃষ্ঠপোষকরা এটা জেনে খুশি হবেন যে, স্বয়ং শিল্পী ড্যামিয়েন হার্স্ট এই ঘরের প্রতিটি কোণ নিজের হাতে সাজিয়ে তুলেছেন। এমন একটি কাপড় ব্যবহার করেছেন, যার মধ্যে শিল্পীর স্বতন্ত্র নকশার প্রতিফলন দেখা যায়। এর পাশাপাশি স্যুইটের বিভিন্ন সেকশনে দুর্দান্ত কাজ দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় যে, স্যুইটে রয়েছে সমকালীন মার্বেল ফ্লোর। যার মধ্যে মিশে রয়েছে ১০৪টি পাথরের প্রজাপতি। যা এই স্যুইটের সজ্জা আরও আধুনিক করে তুলেছে।
আর শিল্পের পৃষ্ঠপোষকরা এটা জেনে খুশি হবেন যে, স্বয়ং শিল্পী ড্যামিয়েন হার্স্ট এই ঘরের প্রতিটি কোণ নিজের হাতে সাজিয়ে তুলেছেন। এমন একটি কাপড় ব্যবহার করেছেন, যার মধ্যে শিল্পীর স্বতন্ত্র নকশার প্রতিফলন দেখা যায়। এর পাশাপাশি স্যুইটের বিভিন্ন সেকশনে দুর্দান্ত কাজ দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় যে, স্যুইটে রয়েছে সমকালীন মার্বেল ফ্লোর। যার মধ্যে মিশে রয়েছে ১০৪টি পাথরের প্রজাপতি। যা এই স্যুইটের সজ্জা আরও আধুনিক করে তুলেছে।
advertisement
advertisement
advertisement