যৌন কল্পনা! প্রতিটি মানুষেরই যা কম-বেশি থাকে। কখনও সেই কল্পনাগুলিকে বাস্তবে পরিণত করা যায় নিজের যৌন জীবনে। আবার কখনও তা বয়ে চলে মনের অন্দরমহলে। চাপা স্রোত বয়ে চলে ঘনিষ্ট মুহূর্তেও। কিন্তু ঠিক কী ধরণের চিন্তা বা 'ফ্যান্টাসি' ঘুরে চলে মনের গভীরে? ঘনিষ্ট মুহূর্তে কোন ভাবনায় ডুব দেন মেয়েরা? প্রতীকী ছবি।