Wives On Rent: ভাড়ায় বউ পাওয়া যায় জানেন? ‘এই’ দেশে ব্যাপক জনপ্রিয়, কত ভাড়া, কীভাবে যোগাযোগ করবেন দেখুন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সম্প্রতি ‘থাই ট্যাবু: দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি: এক্সপ্লোরিং লাভ, কমার্স অ্যান্ড কন্ট্রোভার্সি ইন থাইল্যান্ডস ওয়াইফ রেন্টাল ফেনোমেনন’ নামে প্রকাশিত একটি বই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে ৷
advertisement
advertisement
সম্প্রতি ‘থাই ট্যাবু: দ্য রাইজ অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি: এক্সপ্লোরিং লাভ, কমার্স অ্যান্ড কন্ট্রোভার্সি ইন থাইল্যান্ডস ওয়াইফ রেন্টাল ফেনোমেনন’ (Thai Taboo: The Rise of Wife Rental in Modern Society: Exploring Love, Commerce, and Controversy in Thailand’s Wife Rental Phenomenon) নামে প্রকাশিত একটি বই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। Representative Image
advertisement
advertisement
‘রেন্টাল ওয়াইফ’ নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু বেকারত্বের বাজারে এই প্রথা যে থাইল্যান্ডের নিম্নবিত্ত তরুণীদের আয়ের অন্যতম প্রধান উৎস, সেটাও সত্যি। এতে টাকার বিনিময়ে তরুণীদের ভাড়া করেন পর্যটকরা। তাঁদের বিভিন্ন ভূমিকায় দেখা যায়। সঙ্গ দেওয়া, ট্যুর গাইড হিসেবে কাজ করা থেকে শুরু করে শারীরিক সম্পর্ক পর্যন্ত। ক্লায়েন্টের সব রকম চাহিদাই মেটান তাঁরা। Representative Image
advertisement
‘স্ত্রী ভাড়া’ করার খরচ: তরুণীর সৌন্দর্য, শিক্ষা ও বয়সের উপর নির্ভর করে ভাড়া ঠিক হয়। সঙ্গে ক’দিনের জন্য ভাড়ায় নেওয়া হচ্ছে দেখা হয় তাও। সাধারণত ১,৬০০ ডলার থেকে শুরু করে ১,১৬,০০০ ডলার পর্যন্ত ভাড়া হতে পারে। কখনও কখনও এই সম্পর্ক অন্য মাত্রা নয়। ভাড়ায় বউ থেকে আসল বউ হয়ে ওঠার নজিরও কম নেই। যোগাযোগের উপায়: সাধারণত বার এবং নাইটক্লাবগুলিই এঁদের ঘাঁটি। পর্যটকরা নিজেদের চাহিদা জানান। তারপর তরুণীদের সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ। এরপর দু’পক্ষ বসে সম্পর্কের শর্ত ঠিক করেন। পোষালে ভাল, না পোষালে যে যার পথ দেখেন। Representative Image
advertisement
থাইল্যান্ডের আইন কী বলছে: এই ধরণের কাজকারবার যে দেশে চলছে, সেটা থাইল্যান্ড সরকার জানে। তারা স্বীকারও করে। তবে এই ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনও আইন নেই। জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে প্রেমিকা বা স্ত্রী ভাড়া করার প্রথা রয়েছে। মূলত সেখান থেকে অনুপ্রাণিত হয়েই থাইল্যান্ডে এই প্রথা চালু হয়েছে। (Photo: X)