যে কারণে কলাবউকে জীবনসঙ্গী করেছিলেন সিদ্ধিদাতা গণেশ

Last Updated:
1/6
সারা পৃথিবীজুড়ে এত মহিলা থাকতে কেন গণেশ বাছলেন কলা বউকেই ? ছবি সংগৃহীত ৷
সারা পৃথিবীজুড়ে এত মহিলা থাকতে কেন গণেশ বাছলেন কলা বউকেই ? ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
পুরাণে উল্লিখিত আছে তুলসি একবার গণেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷ গণেশ রেগে গিয়ে বলেছিলেন ৷ তাঁর মায়ের মত কেউ হতে পারবেনা ৷ এক সঙ্গে সব দিক সামলানোর দক্ষতা তুলসির নেই ৷ ছবি সংগৃহীত ৷
পুরাণে উল্লিখিত আছে তুলসি একবার গণেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷ গণেশ রেগে গিয়ে বলেছিলেন ৷ তাঁর মায়ের মত কেউ হতে পারবেনা ৷ এক সঙ্গে সব দিক সামলানোর দক্ষতা তুলসির নেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
এই বলে তুলসিকে গণেশ অভিশাপ দিয়েছিলেন ৷ তবে তুলসি ভগবান নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন তাই সে যাত্রায় তুলসি বেঁচে গিয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
এই বলে তুলসিকে গণেশ অভিশাপ দিয়েছিলেন ৷ তবে তুলসি ভগবান নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন তাই সে যাত্রায় তুলসি বেঁচে গিয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
তুলসি ও গণেশের মন মালিন্য হওয়াতেই গণেশ পুজোয় তুলসিপাতার প্রয়োজন হয়না ৷ যদিও হিন্দু শাস্ত্রে তুলসিপাতা ও গঙ্গাজল সব থেকে পবিত্র বলে মানা হয়ে থাকে ৷
তুলসি ও গণেশের মন মালিন্য হওয়াতেই গণেশ পুজোয় তুলসিপাতার প্রয়োজন হয়না ৷ যদিও হিন্দু শাস্ত্রে তুলসিপাতা ও গঙ্গাজল সব থেকে পবিত্র বলে মানা হয়ে থাকে ৷
advertisement
5/6
নব পত্রিকার আক্ষরিক অর্থ নয়টি পাতা ৷ তবে নয়টি গাছ নিয়েই গঠিত হয় নব পত্রিকা নির্মিত হয়ে থাকে ৷ এই নয়টি উদ্ভিদ মা দুর্গার প্রতীক ৷ এই নয়টি উদ্ভিদ কদলী বা রম্ভা (কলাগাছ), কচু, হরিদ্রা (হলুদ), বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান ৷ একটি সপত্র কলা গাছের সঙ্গে আরও ৮টি সপত্র উদ্ভিদ দুটি বেলে সঙ্গে সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়েই বউয়ের আকার দেওয়া এবং মা দুর্গার ডানপাশে রাখা থাকে, গণেশেরও ডান পাশে অধিষ্ঠিত ৷ ছবি সংগৃহীত ৷
নব পত্রিকার আক্ষরিক অর্থ নয়টি পাতা ৷ তবে নয়টি গাছ নিয়েই গঠিত হয় নব পত্রিকা নির্মিত হয়ে থাকে ৷ এই নয়টি উদ্ভিদ মা দুর্গার প্রতীক ৷ এই নয়টি উদ্ভিদ কদলী বা রম্ভা (কলাগাছ), কচু, হরিদ্রা (হলুদ), বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান ৷ একটি সপত্র কলা গাছের সঙ্গে আরও ৮টি সপত্র উদ্ভিদ দুটি বেলে সঙ্গে সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়েই বউয়ের আকার দেওয়া এবং মা দুর্গার ডানপাশে রাখা থাকে, গণেশেরও ডান পাশে অধিষ্ঠিত ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
তাই সারা পৃথিবীজুড়ে এত মহিলা থাকতেও পুরাণ মতে গণেশের স্ত্রী কলাবউ ৷ ছবি সংগৃহীত ৷
তাই সারা পৃথিবীজুড়ে এত মহিলা থাকতেও পুরাণ মতে গণেশের স্ত্রী কলাবউ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement