নব পত্রিকার আক্ষরিক অর্থ নয়টি পাতা ৷ তবে নয়টি গাছ নিয়েই গঠিত হয় নব পত্রিকা নির্মিত হয়ে থাকে ৷ এই নয়টি উদ্ভিদ মা দুর্গার প্রতীক ৷ এই নয়টি উদ্ভিদ কদলী বা রম্ভা (কলাগাছ), কচু, হরিদ্রা (হলুদ), বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান ৷ একটি সপত্র কলা গাছের সঙ্গে আরও ৮টি সপত্র উদ্ভিদ দুটি বেলে সঙ্গে সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে ঘোমটা দিয়েই বউয়ের আকার দেওয়া এবং মা দুর্গার ডানপাশে রাখা থাকে, গণেশেরও ডান পাশে অধিষ্ঠিত ৷ ছবি সংগৃহীত ৷