Horn OK Please Meaning: ‘হর্ন OK প্লিজ’, ট্রাকের পেছনে কেন লেখা থাকে বলুন তো? আপনি যা ভাবছেন তা নয় কিন্ত...৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন, আসল কারণ চমকে দেবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
General Knowledge Quiz: রাস্তায় বেরোলে প্রায় সকলেই দেখেছেন ট্রাক। দৈত্যাকার চেহারার মাল বহনকারী ট্রাকের পেছনেও তাকালেই দেখা যাবে সেখানে লেখা রয়েছে ‘হর্ন ওকে প্লিজ’। কিন্ত ট্রাকের পেছনে কেন একথা লেখা থাকে জানেন কী?
advertisement
advertisement
advertisement
advertisement
ট্রাকের পিছনে লেখা 'হর্ন ওকে প্লিজ' এর একটি অর্থ হল ওভারটেক করার আগে হর্ন বাজানো। এই সংকেতটি পিছনের যানবাহনগুলিকে দেওয়া হয় যে ট্রাকটি ওভারটেক করতে চলেছে। একটি ট্রাক একটি বড় বাহন, তাই এর চালকের পক্ষে চারদিক থেকে আসা যানবাহনের উপর নজর রাখা কঠিন। এভাবে ‘হর্ন ওকে প্লিজ’ লিখলে দুর্ঘটনার ঝুঁকি কমে। তবে এই লেখাকে কেন্দ্র রয়েছে আরও নান আশ্চর্য কাহিনী।
advertisement
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজেলের ঘাটতি ছিল। তাই কেরোসিন ভর্তি কন্টেইনার ট্রাকের পেছনে রাখা থাকত। কেরোসিন দাহ্য, তাই দুর্ঘটনা এড়াতে কেরোসিন বহনকারী ট্রাকগুলির পেছনে লেখা থাকত ‘On Kerosene’। অনেকের ধারণা সেই লেখাই সময়ের সঙ্গে ছোট ছোট হতে হতে প্রথম দু'টি অক্ষর অর্থাত্ ‘OK’ হয়, এবং তারপর থেকে ট্রাকে ‘ওকে’ লেখার চল শুরু হয়।
advertisement
advertisement
এই দু'টি ছাড়াও আরেকটি তত্ত্ব এই স্লোগানটিকে টাটা গ্রুপের মার্কেটিংয়ের প্রচারের সঙ্গে সংযুক্ত করে। টাটা, প্রাথমিকভাবে ইস্পাত, ট্রাক এবং হোটেলের জন্য পরিচিত জনপ্রিয় সাবানের সঙ্গে প্রতিযোগীতা করার জন্য একটি ‘ওকে’ নামে একটি নতুন সাবান নিয়ে আসে। তার প্রচারের অঙ্গ হিসেবেই নাকি প্রচুর ট্রাকের গায়ে লেখা হয়েছিল।