কিছু মানুষকে দেখলেই কুকুর চিৎকার করে, এমনকী অনেক সময় পরিচিতদের উপরও ঘেউ ঘেউ করে, কারণ জানলে অবাক হবেন

Last Updated:
Why dogs sometimes bark when they see certain people: অনেক সময় দেখা যায়, কুকুর আচমকা ঘেউ ঘেউ করে ওঠে— এমনকি চেনা মানুষদের দেখেও। কারণ অজানা অনেকের কাছে।
1/6
বর্তমান দিনে কুকুর ও বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেড়ে গেছে। তাদের নিষ্পাপ চোখ ও মায়াময় আচরণ সহজেই মানুষের মন জয় করে। ফলে এখন অনেকেই কুকুর-বিড়ালকে বাড়ির সদস্যর মতো করে রাখছেন। তবে অনেক সময় দেখা যায়, কুকুর আচমকা ঘেউ ঘেউ করে ওঠে— এমনকি চেনা মানুষদের দেখেও।
বর্তমান দিনে কুকুর ও বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেড়ে গেছে। তাদের নিষ্পাপ চোখ ও মায়াময় আচরণ সহজেই মানুষের মন জয় করে। ফলে এখন অনেকেই কুকুর-বিড়ালকে বাড়ির সদস্যর মতো করে রাখছেন। তবে অনেক সময় দেখা যায়, কুকুর আচমকা ঘেউ ঘেউ করে ওঠে— এমনকি চেনা মানুষদের দেখেও।
advertisement
2/6
এই আচরণের পেছনে রয়েছে কুকুরের প্রখর সংবেদনশীলতা ও সূক্ষ্ম মনোবিজ্ঞান। কুকুর খুব সহজেই মানুষের আবেগ, শরীরী ভাষা ও গন্ধ শনাক্ত করতে পারে। প্রতিটি মানুষের শরীরে এক ধরণের আলাদা গন্ধ থাকে, যেটিকে কুকুর সহজেই চিনে ফেলে। তাই কারও শরীরে তীব্র সুগন্ধি, মদের গন্ধ বা পশুর গন্ধ থাকলে কুকুর সতর্ক হয়ে চিৎকার করতে পারে।
এই আচরণের পেছনে রয়েছে কুকুরের প্রখর সংবেদনশীলতা ও সূক্ষ্ম মনোবিজ্ঞান। কুকুর খুব সহজেই মানুষের আবেগ, শরীরী ভাষা ও গন্ধ শনাক্ত করতে পারে। প্রতিটি মানুষের শরীরে এক ধরণের আলাদা গন্ধ থাকে, যেটিকে কুকুর সহজেই চিনে ফেলে। তাই কারও শরীরে তীব্র সুগন্ধি, মদের গন্ধ বা পশুর গন্ধ থাকলে কুকুর সতর্ক হয়ে চিৎকার করতে পারে।
advertisement
3/6
গবেষণা বলছে, মানসিকভাবে দুর্বল বা চাপে থাকা মানুষদের প্রতি কুকুর বেশি সজাগ থাকে। অন্যদিকে, শান্ত ও আত্মবিশ্বাসী মানুষের সংস্পর্শে কুকুর নিজেদের নিরাপদ মনে করে। এদের কোলেই কুকুররা ভালোবাসা ও আশ্রয় খোঁজে এবং স্নেহ পেলে লেজ নেড়ে প্রতিক্রিয়া জানায়।
গবেষণা বলছে, মানসিকভাবে দুর্বল বা চাপে থাকা মানুষদের প্রতি কুকুর বেশি সজাগ থাকে। অন্যদিকে, শান্ত ও আত্মবিশ্বাসী মানুষের সংস্পর্শে কুকুর নিজেদের নিরাপদ মনে করে। এদের কোলেই কুকুররা ভালোবাসা ও আশ্রয় খোঁজে এবং স্নেহ পেলে লেজ নেড়ে প্রতিক্রিয়া জানায়।
advertisement
4/6
তবে কিছু আচরণ কুকুরের চোখে হুমকি হিসেবে ধরা পড়ে। যেমন, হঠাৎ হাত নাড়ানো, দ্রুত হাঁটা, চোখে চোখ রেখে এগিয়ে আসা— এসব আচরণ কুকুরকে বিভ্রান্ত ও আতঙ্কিত করে তোলে। তখন কুকুর প্রতিরক্ষা স্বরূপ চিৎকার করে ওঠে।
তবে কিছু আচরণ কুকুরের চোখে হুমকি হিসেবে ধরা পড়ে। যেমন, হঠাৎ হাত নাড়ানো, দ্রুত হাঁটা, চোখে চোখ রেখে এগিয়ে আসা— এসব আচরণ কুকুরকে বিভ্রান্ত ও আতঙ্কিত করে তোলে। তখন কুকুর প্রতিরক্ষা স্বরূপ চিৎকার করে ওঠে।
advertisement
5/6
বিশেষ কিছু অভিজ্ঞতাও কুকুরের চিৎকারের কারণ হতে পারে। যেমন, আগে কোনো ব্যক্তি তাকে ভয় দেখিয়ে থাকলে বা নির্দিষ্ট গন্ধ বা পোশাকের স্মৃতি থেকে সে প্রতিক্রিয়া জানাতে পারে। এমনকি মাতালদের অস্বাভাবিক চলাফেরাও কুকুরের জন্য সতর্ক সংকেত হতে পারে।
বিশেষ কিছু অভিজ্ঞতাও কুকুরের চিৎকারের কারণ হতে পারে। যেমন, আগে কোনো ব্যক্তি তাকে ভয় দেখিয়ে থাকলে বা নির্দিষ্ট গন্ধ বা পোশাকের স্মৃতি থেকে সে প্রতিক্রিয়া জানাতে পারে। এমনকি মাতালদের অস্বাভাবিক চলাফেরাও কুকুরের জন্য সতর্ক সংকেত হতে পারে।
advertisement
6/6
সবশেষে, কুকুর তাদের এলাকা নিজের সম্পত্তি মনে করে। তাই নতুন কেউ সেই অঞ্চলে প্রবেশ করলেই তারা সতর্ক করে চিৎকার করতে পারে। তাই কুকুরের প্রতি সহানুভূতিশীল আচরণ, সংবেদনশীলতা ও সচেতনতা অবলম্বন করলেই এই আচরণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সবশেষে, কুকুর তাদের এলাকা নিজের সম্পত্তি মনে করে। তাই নতুন কেউ সেই অঞ্চলে প্রবেশ করলেই তারা সতর্ক করে চিৎকার করতে পারে। তাই কুকুরের প্রতি সহানুভূতিশীল আচরণ, সংবেদনশীলতা ও সচেতনতা অবলম্বন করলেই এই আচরণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
advertisement
advertisement
advertisement