GK: স্নানের সময়ই কেন তুখোড় সব 'আইডিয়া' মাথায় খেলে বলুন তো! বিজ্ঞানের ব্যাখ্যায় লুকিয়ে বিরাট চমক, অবশ্যই জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
GK: প্রতিদিন সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে স্নান করেন, তখন আপনি হয়তো খেয়াল করেছেন এই সময়ে আপনার অনেক চিন্তা মাথায় আসে। আপনার চাকরি সংক্রান্ত সমস্যা হোক বা ঘরোয়া সমস্যা, স্নানের মধ্যেই সব সমাধান হয়ে যায়।
*আপনি যখন প্রতিদিন সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে স্নান করেন, তখন আপনি হয়তো খেয়াল করেছেন এই সময়ে আপনার অনেক চিন্তা মাথায় আসে। আপনার চাকরি সংক্রান্ত সমস্যা হোক বা ঘরোয়া সমস্যা, স্নানের মধ্যেই সব সমাধান হয়ে যায় (কেন আমরা স্নানের সময় সেরা ধারণা পাই)। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন কেন এমন হয়? (স্নানের আইডিয়া পাওয়ার কারণ কি জানেন) অনেকেই নিজের বোঝাপড়া অনুযায়ী উত্তর দিতে পারেন, কিন্তু বিজ্ঞানের সঙ্গে কী যোগ রয়েছে, জানুন... সংগৃহীত ছবি।
advertisement
*বিজনেস ইনসাইডার ওয়েবসাইটের ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, ৭২ শতাংশ মানুষ স্নানের সময় খুবই সৃজনশীল ধারণা পায়। রিডার্স ডাইজেস্ট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, আমরা যখন স্নান করি তখন আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট অংশ অন্যান্য কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। তা ছাড়া অন্য অংশ কাজ থেকে মুক্ত হয়ে চিন্তায় হারিয়ে যায়। ঠিক এই কারণেই সেই সময় খুব ভাল ভাল চিন্তা মাথায় আসে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement