Valentine's day History: একজনের মৃত্যুদিনই হয়ে উঠল প্রেমের দিবস! কেন শুরু হয়েছিল ভ্যালেন্টাইনস ডে? চমকে দেওয়া ইতিহাস

Last Updated:
Valentine's day History: পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে ১৪ই ফেব্রুয়ারি দিনটিকে সেন্ড ভ্যালেন্টাইন এর স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
1/8
Valentine’s Day: হুগলি: আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। যা সবার কাছে ভালোবাসার দিবস হিসেবে পরিচিত। কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই ভ্যালেন্টাইনস ডের প্রচলন সে বিষয়ে জানা আছে কী? তাহলে আজ জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে প্রচলন। কে-ই বা ছিলেন এই ভ্যালেন্টাইন? (তথ্য- রাহী হালদার)
Valentine’s Day: হুগলি: আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। যা সবার কাছে ভালোবাসার দিবস হিসেবে পরিচিত। কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই ভ্যালেন্টাইনস ডের প্রচলন সে বিষয়ে জানা আছে কী? তাহলে আজ জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে প্রচলন। কে-ই বা ছিলেন এই ভ্যালেন্টাইন? (তথ্য- রাহী হালদার)
advertisement
2/8
Valentine’s Day: এই সমস্ত কিছুর উত্তর পেতে গেলে ফিরে যেতে হবে পাশ্চাত্য সভ্যতার ইতিহাসের পাতায়। মূলত এই দিনটি পালন করা হয় সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তির মৃত্যু দিনকে স্মরণ করার জন্য।
Valentine’s Day: এই সমস্ত কিছুর উত্তর পেতে গেলে ফিরে যেতে হবে পাশ্চাত্য সভ্যতার ইতিহাসের পাতায়। মূলত এই দিনটি পালন করা হয় সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তির মৃত্যু দিনকে স্মরণ করার জন্য।
advertisement
3/8
Valentine’s Day: খ্রিষ্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল, পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়।
Valentine’s Day: খ্রিষ্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল, পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়।
advertisement
4/8
Valentine’s Day: ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। সেই সময় রোম ইতালিতে খ্রিস্ট ধর্ম প্রচার করা অপরাধ ছিল। সেই সময় ধর্ম প্রচারে লিপ্ত হন সেন্ট ভ্যালেন্টাইন।
Valentine’s Day: ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। সেই সময় রোম ইতালিতে খ্রিস্ট ধর্ম প্রচার করা অপরাধ ছিল। সেই সময় ধর্ম প্রচারে লিপ্ত হন সেন্ট ভ্যালেন্টাইন।
advertisement
5/8
Valentine’s Day: তৎকালীন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় ক্রাডিয়াস। সেই সময় সেন্ট ভ্যালেন্টাইন-এর জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকে। তাই সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। এবং তার কারণ দেখান সেন্ট ভ্যালেন্টাইন নাকি অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে। এই অভিযোগে তাঁকে বন্দী করা হয়।
Valentine’s Day: তৎকালীন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় ক্রাডিয়াস। সেই সময় সেন্ট ভ্যালেন্টাইন-এর জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকে। তাই সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। এবং তার কারণ দেখান সেন্ট ভ্যালেন্টাইন নাকি অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে। এই অভিযোগে তাঁকে বন্দী করা হয়।
advertisement
6/8
Valentine’s Day: কিন্তু বন্দী অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন করে চলেন একের পর এক কাজ। সেই সময় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। তার পর সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন।
Valentine’s Day: কিন্তু বন্দী অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন করে চলেন একের পর এক কাজ। সেই সময় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। তার পর সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন।
advertisement
7/8
Valentine’s Day: সেই দিন ১৪ ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলা সিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। তারপর থেকেই পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে সেন্ড ভ্যালেন্টাইনস-এর স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
Valentine’s Day: সেই দিন ১৪ ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলা সিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। তারপর থেকেই পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে সেন্ড ভ্যালেন্টাইনস-এর স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
advertisement
8/8
Valentine’s Day: যেহেতু সেন্ট ভ্যালেন্টাইন্স একজন জনপ্রিয় পোপ ও তার সঙ্গে সমগ্র ইতালির মানুষের ভালবাসার মানুষ হয়ে উঠেছিলেন সেই কারণে এই দিনটিকে ভালবাসার দিবস হিসেবে পালন করা হয়।
Valentine’s Day: যেহেতু সেন্ট ভ্যালেন্টাইন্স একজন জনপ্রিয় পোপ ও তার সঙ্গে সমগ্র ইতালির মানুষের ভালবাসার মানুষ হয়ে উঠেছিলেন সেই কারণে এই দিনটিকে ভালবাসার দিবস হিসেবে পালন করা হয়।
advertisement
advertisement
advertisement