Valentine's day History: একজনের মৃত্যুদিনই হয়ে উঠল প্রেমের দিবস! কেন শুরু হয়েছিল ভ্যালেন্টাইনস ডে? চমকে দেওয়া ইতিহাস
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Valentine's day History: পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে ১৪ই ফেব্রুয়ারি দিনটিকে সেন্ড ভ্যালেন্টাইন এর স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
Valentine’s Day: হুগলি: আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। যা সবার কাছে ভালোবাসার দিবস হিসেবে পরিচিত। কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই ভ্যালেন্টাইনস ডের প্রচলন সে বিষয়ে জানা আছে কী? তাহলে আজ জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে প্রচলন। কে-ই বা ছিলেন এই ভ্যালেন্টাইন? (তথ্য- রাহী হালদার)
advertisement
advertisement
advertisement
advertisement
Valentine’s Day: তৎকালীন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় ক্রাডিয়াস। সেই সময় সেন্ট ভ্যালেন্টাইন-এর জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকে। তাই সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। এবং তার কারণ দেখান সেন্ট ভ্যালেন্টাইন নাকি অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে। এই অভিযোগে তাঁকে বন্দী করা হয়।
advertisement
advertisement
Valentine’s Day: সেই দিন ১৪ ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলা সিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। তারপর থেকেই পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে সেন্ড ভ্যালেন্টাইনস-এর স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
advertisement







