Quiz: সকালে ৪ পায়ে, দুপুরে ২ পায়ে, রাতে ৩ পায়ে হাঁটে কোনও প্রাণী? উত্তর দিতে পারলে বুঝবেন অন্যদের থেকে আপনার বেশি বুদ্ধি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
General Knowledge: নিচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে উত্তর দিন, অনেকগুণ বেড়ে যাবে আপনার সাধারণ জ্ঞান৷
General Quiz: যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাঙ্কিং, রেল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এধরনের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এরকমই কয়েকটা প্রশ্ন আজ জানানো হবে, যা আগে কখনও শোনেননি৷ নিচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে উত্তর দিন, অনেকগুণ বেড়ে যাবে আপনার সাধারণ জ্ঞান৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশ্ন - বলুন তো কোন প্রাণী সকালে ৪ পায়ে, বিকেলে ২ পায়ে এবং সন্ধ্যায় ৩ পায়ে হাঁটে?উত্তর - এই ধাঁধার উত্তর হল 'মানুষ' (Human Being)। আসলে এখানে সকাল মানে শৈশব, বিকেল মানে যৌবন আর সন্ধে মানে বার্ধক্য। শৈশবে, শিশু হামাগুড়ি দেয় ২ হাত ও ২ পায়ে। যৌবনে ২ পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে লাঠির সাহায্যে হাঁটে, তাই এখানে ৩ পায়ের কথা বলা হয়েছে।