বোতল খোলার পর মদের এক্সপায়ারি ডেট কতদিন জানেন? কতদিন খেতে পারবেন? অনেকেরই অজানা!

Last Updated:
যদি বোতল খোলা থাকে সেইক্ষেত্রে কতদিন পর্যন্ত ভাল থাকে আপনার প্রিয় সুরা? দেখে নেওয়া যাক কোন মদ কতদিন পর্যন্ত ভাল থাকে?
1/7
অ্যালকোহল: ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত অ্যালকোহল খেলে মুখ, গলা, যকৃত, স্তন ও অন্ত্রের ক্যানসার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যদিও পরিমিত পরিমাণে অ্যালকোহলকে কিছু ক্ষেত্রে উপকারী বলা হয়, তবুও বেশি খাওয়া বিপজ্জনক।
অনেক সময়েই শোনা যায় মদ যত পুরনো হয় তত স্বাদে, গন্ধে তার আরও মোহময় হয়ে ওঠে। কিন্তু, অনেক সময়েই বহু মানুষই এক্সপায়ারি ডেট খুঁজতে শুরু করে দেয়।
advertisement
2/7
 যদি বোতল খোলা থাকে সেইক্ষেত্রে কতদিন পর্যন্ত ভাল থাকে আপনার প্রিয় সুরা? দেখে নেওয়া যাক কোন মদ কতদিন পর্যন্ত ভাল থাকে?
যদি বোতল খোলা থাকে সেইক্ষেত্রে কতদিন পর্যন্ত ভাল থাকে আপনার প্রিয় সুরা? দেখে নেওয়া যাক কোন মদ কতদিন পর্যন্ত ভাল থাকে?
advertisement
3/7
ভারতীয় হুইস্কির ঐতিহাসিক শিকড়: ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কালে হুইস্কির সঙ্গে পরিচয় ঘটেছিল ভারতের। ব্রিটিশ অভিবাসীদের মধ্যে দ্রুত এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। বহু বছর ধরে অ্যাফোর্ডেবিলিটি আর স্কেলের উপর বেশি মনোযোগ দিয়েছিল ভারতীয় হুইস্কি। কখনও কখনও গ্রেনের পরিবর্তে এতে মোলাসেস ব্যবহার করা হত। যার জেরে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তা হুইস্কি হিসেবে মান্যতা পেত না। ২০০০-এর গোড়ার দিকে চিত্রটা বদলায়। আসলে ওই সময় Amrut Distillery ভারতের প্রথম খাঁটি সিঙ্গেল মল্ট চালু করে। এক নতুন যুগের সূচনা হয়। ইকোনমিক লিবারেলাইজেশন এবং শহুরে মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি প্রিমিয়াম, গ্রেন-ভিত্তিক হুইস্কির চাহিদা বৃদ্ধিতে সহায়তা করেছিল। (Representative Image)
হুইস্কি- হুইস্কিতে অক্সিডেশন খুব একটা দ্রুত হয় না। তাই বোতল খোলার পরে মদের গন্ধ এবং স্বাদের পরিবর্তন খুব একটা হয় না। কিন্তু, তাপমাত্রা এবং আলো মদের স্বাদের বদল ঘটাতে পারে। তাই হুইস্কি সাধারণত ঠাণ্ডা এবং অন্ধকার ঘরে রাখতে হয়। যেখানে খুব কম বাতাস প্রবেশ করে সেখানে মদ রাখবেন। চেষ্টা করবেন বোতলের মুখটা কর্ক দিয়ে বন্ধ রাখতে।
advertisement
4/7
এই কোম্পানিই তৈরি করে ভারতের অন্যতম জনপ্রিয় অ্যালকোহল ব্র্যান্ড ‘Old Monk’ রাম। এছাড়াও ‘Golden Eagle’ বিয়ার, ‘Black Knight’, ‘Old Monk Legend Rum’, ‘Old Monk Deluxe Rum’, ‘Solan Gold Indian Single Malt Whisky’, ‘Old Monk 10000 Super Beer’, এবং ‘Old Monk The Original Premium Beer Can’-এর মতো বিভিন্ন ব্র্যান্ড তাদের লাইনআপে রয়েছে।
রাম- রামের শেল্ফ লাইফ সবথেকে বেশি বলে মনে করা। বোতলের মুখ খোলা থাকলে অক্সিডেশন প্রক্রিয়া শুরু হয়। ফলে, তা স্বাদে, গন্ধে প্রভাব ফেলে। এইক্ষেত্রে রামের মুখ চেপে বন্ধ করলে তা সবথেকে বেশি কার্যকর হয়। এটা না করা হলে ৬ মাস পর থেকেই তা স্বাদ-গন্ধ হারাতে থাকে।
advertisement
5/7
সিল করা স্পিরিটস (ভদকা, রাম, হুইস্কি ইত্যাদি) ভালোভাবে সংরক্ষণ করলে বহু বছর টিকে থাকে। খোলা বোতল এক বছরের মধ্যে খেয়ে ফেলা ভালো। ওয়াইন ৫–৬ দিনের মধ্যে শেষ করা উচিত। আর বিয়ার খোলার পর একদিনের মধ্যেই। সবসময় বোতলকে আলো, গরম ও বাতাস থেকে দূরে রাখতে হবে। অ্যালকোহল মানেই চিরকালীন নয়—বুঝে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
ভদকা- ভদকা মোটামুটি বেশ কিছু বছর ভালভাবে থাকতে পারে। কিন্তু, বোতল খোলার পর এই মদের স্বাদ ও গন্ধ হারাতে থাকে। সেক্ষেত্রে তা অন্ধকার এবং ঠাণ্ডা স্থানে রাখতে হবে। সূর্যের আলো থেকে যত সম্ভব দূরে রাখতে হবে।
advertisement
6/7
এটা তখনকার কথা যখন হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী ছিলেন। যদিও, তিনি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এবং তারপর জুলাই ২০২৪ থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেনের উপর এই মদ কেলেঙ্কারিতে সরাসরি কোনও অভিযোগ নেই। যদিও, তার প্রাক্তন প্রধান সচিব অর্থাৎ আইএএস কর্মকর্তা বিনয় কুমার চৌবের গ্রেফতারিতে হেমন্ত সোরেন প্রশ্নের আওতায় এসেছেন। ২০২২ সালের আবগারি নীতি প্রয়োগের সময় বিনয় কুমার হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ ছিলেন। বিনয় চৌবের উপর অভিযোগ যে তিনি নীতিতে পরিবর্তন করে একটি সিন্ডিকেটকে সুবিধা দিয়েছেন, যেখানে মদের সরবরাহ এবং ম্যানপাওয়ার সরবরাহের টেন্ডারে কারচুপি করা হয়েছে। হেমন্ত সোরেনের নাম যদিও এখনও এই কেলেঙ্কারিতে নেই, কিন্তু বিনয় চৌবের গ্রেফতারিতে বিজেপিকে তার বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করার সুযোগ দিয়েছে। যতক্ষণ না মদ কেলেঙ্কারির তদন্ত শেষ হয়, ততক্ষণ ঝাড়খণ্ডের রাজনীতিতে ভূমিকম্প থাকবে। Photo- Representative
বিয়ার- অন্যতম সহজলভ্য অ্যলকোহল পানীয় হল বিয়ার। কিন্তু, এই মদের এক্সপায়ারি ডেট থাকে। ক্যান হোক বা বিয়ার। এক বা দুইদিনের মধ্যে এই বিয়ার খেয়ে না ফেললে অক্সিডেশন প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়। তাই যদি একান্তই রাখতে হয় তাহলে অন্ধকার, ঠাণ্ডা জায়গায় রাখুন।
advertisement
7/7
তবে চিকিৎসক এও জানান, রেড ওয়াইন স্বাস্থ্যের জন্য উপকারী।
ওয়াইন- বিয়ারের মতন ওয়াইনের শেল্ফ লাইফও অত্যন্ত কম। ২ থেকে ৬ দিনের মধ্যে এই ধরনের সুরা শেষ করে ফেলা উচিত। রেড ওয়াইন ২-৬ দিন পর্যন্ত ঠিক থাকে। অন্যদিকে, রোজ ওয়াইন এবং হোয়াইট ওয়াইন এক সপ্তাহ পর্যন্ত ঠিক থাকে। কিন্তু, স্পার্কলিং ওয়াইন খুববেশি তিন দিন ঠিক থাকে।
advertisement
advertisement
advertisement