Knowledge Story: আলু-পেঁয়াজ-বেগুন তো সবার জানা! পটলকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯ শতাংশই কিন্তু ফেল

Last Updated:
Knowledge Story: কিন্তু ভেবে দেখেছেন কি যে সবজি রোজ দেখছেন, সেটিকে ইংরেজিতে কী বলে? জেনে নিন।
1/6
পটল এমন এক সবজি, যা কমবেশি সকলের রান্নাঘরে থাকে। পছন্দ হোক বা না হোক, সকলের পাতেই থাকে এই সবজি।
পটল এমন এক সবজি, যা কমবেশি সকলের রান্নাঘরে থাকে। পছন্দ হোক বা না হোক, সকলের পাতেই থাকে এই সবজি।
advertisement
2/6
পটলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফলে এই সবজি হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। লিভারের সমস্যাও দূর রাখে পটল।
পটলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফলে এই সবজি হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। লিভারের সমস্যাও দূর রাখে পটল।
advertisement
3/6
পটল রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। ত্বকও ভাল রাখতেও এই সবজি গুরুত্বপূর্ণ।
পটল রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। ত্বকও ভাল রাখতেও এই সবজি গুরুত্বপূর্ণ।
advertisement
4/6
কিন্তু ভেবে দেখেছেন কি যে সবজি রোজ দেখছেন, সেটিকে ইংরেজিতে কী বলে?
কিন্তু ভেবে দেখেছেন কি যে সবজি রোজ দেখছেন, সেটিকে ইংরেজিতে কী বলে?
advertisement
5/6
আলু, বেগুন, পেঁয়াজের মতো সবজিগুলির ইংরেজি নাম জানা থাকলেও পটলের ক্ষেত্রে বেগ পেতে হয় অনেককেই। অনেকে এটি পরওয়াল বললেও আসলে তা হিন্দি।
আলু, বেগুন, পেঁয়াজের মতো সবজিগুলির ইংরেজি নাম জানা থাকলেও পটলের ক্ষেত্রে বেগ পেতে হয় অনেককেই। অনেকে এটি পরওয়াল বললেও আসলে তা হিন্দি।
advertisement
6/6
পটলের ইংরেজি নাম 'পয়েন্টেড গোর্ড' (Pointed gourd)। উইকিপিডিয়া বলছে, ভারতের অনেক অংশে এটিকে পারওয়াল (parval) বা গ্রিন পোট্যাটো বলে।
এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে খুবই কার্যকরী। প্রতীকী ছবিপটলের ইংরেজি নাম 'পয়েন্টেড গোর্ড' (Pointed gourd)। উইকিপিডিয়া বলছে, ভারতের অনেক অংশে এটিকে পারওয়াল (parval) বা গ্রিন পোট্যাটো বলে।
advertisement
advertisement
advertisement