IPS vs IAS Salary: একজন IPS অফিসারের স্যালারি বেশি নাকি, IAS আধিকারিকের? জানেন মাসে কত টাকা বেতন পান এঁরা...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th Fail সিনেমা জনপ্রিয় হওয়ায় জন সাধারণের মধ্যে এই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হওয়ার বিষয় নিয়ে কৌতুহল এবং উদ্দীপনা বেড়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ওই সিনেমায় দেখা গিয়েছে, প্রত্যন্ত চম্বল গ্রামের এক দরিদ্র পরিবারের দ্বাদশ ফেল এক ছাত্র, কী ভাবে কঠিন পরিশ্রম করে একদিন IPS অফিসার হয়ে ওঠেন। আইপিএস মনোজ কুমার শর্মার গল্প প্রায় প্রতিটি ভারতীয় নাগরিককেই অনুপ্রেরণা দিয়েছে।
সরকারি চাকরি পাওয়া অনেকের জীবনেরই অন্যতম লক্ষ্য৷ এমনকি, আমাদের গুরুজনেরাও সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ এর যথেষ্ট কারণও রয়েছে৷ সারাজীবনের নিশ্চিন্ত চাকরি, তার উপরে স্থায়ী রোজগার, কর্মস্থলে সুপরিবেশ এবং সব শেষে সামাজিক সম্মান৷ একটা চাকরিতে মানুষ ঠিক যা যা খোঁজে, তার সবই রয়েছে সরকারি চাকরিতে৷
advertisement
advertisement
সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th Fail সিনেমা জনপ্রিয় হওয়ায় জন সাধারণের মধ্যে এই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হওয়ার বিষয় নিয়ে কৌতুহল এবং উদ্দীপনা বেড়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ওই সিনেমায় দেখা গিয়েছে, প্রত্যন্ত চম্বল গ্রামের এক দরিদ্র পরিবারের দ্বাদশ ফেল এক ছাত্র, কী ভাবে কঠিন পরিশ্রম করে একদিন IPS অফিসার হয়ে ওঠেন। আইপিএস মনোজ কুমার শর্মার গল্প প্রায় প্রতিটি ভারতীয় নাগরিককেই অনুপ্রেরণা দিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Indian Police Service, IPS অফিসারদের ক্ষেত্রেও প্রথম যখন কোনও ব্যক্তি চাকরিতে যোগদান করেন, তখন তাঁদের বেসিক পে হয় ৫৬,১০০টাকা৷ এছাড়াও থাকে, পে ব্যান্ড থ্রি সেটা ১৫, ৬০০ থেকে ৩৯, ১০০ পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে গ্রেড পে ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে, TA, DA, এবং HRA৷ নতুন যোগ দেওয়া IPS অফিসারের মোট স্যালারি ৬৭, ৩২০ টাকা হয়৷
advertisement