১) আম-লিচুর মতো খুব বেশি জনপ্রিয় না হলেও আঁশফল খেতে বেশ মিষ্টি৷ নাম আঁশফল হলেও গায়ে তেমন আঁশ থাকে না৷ ২)এটি লিচু প্রজাতির ফল, দেখতেও খানিকটা লিচুর মতো৷ খোসা ছাড়িয়ে খেতে হয়৷ ৫)ভিটামিন সি, শর্করা, ক্যালসিয়ামে ভরা আঁশফল খেতে বেশ সুস্বাদু৷ ৪)আঁশফলের উপকারিতা অনেকে৷ ৫)ভিটামিন সি, শর্করা, ক্যালসিয়ামে ভরা আঁশফল খেতে বেশ সুস্বাদু৷ ৬)প্রায় ৭২ শতাংশ জলে ভরা এই ফল খেতে শরীরে জলের ঘাটতি পূরণ হয়৷ তাই গরমে আঁশফল খাওয়ার চল রয়েছে৷ ৭)এ তো গেল আঁশফলের গুণ, এর শুকনো শাঁস ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ৮)এর পাতা অ্যালার্জি, ক্যান্সার, ডায়াবেটিস ও হার্টের রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যায়। ৯)শারীরিক দুর্বলতা তাড়াতে অতুলনীয়। অবসাদ দূর করতেও এর দারুণ সুনাম। ১০) তবে আঁশফলের ইংরেজি নাম জানেন না অনেকেই৷ এর english নাম longan.