Knowledge Story: মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী হয়? অবশেষে এল পৃথিবীর ভয়ঙ্করতম প্রশ্নের উত্তর... চিকিৎসকের বর্ণনায় তোলপাড় দুনিয়া

Last Updated:
Knowledge Story: গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর ঠিক আগে হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যায়। ওই সময় মস্তিষ্কে Gamma Oscillations তরঙ্গ তৈরি হয়।
1/6
যুগ-যুগান্তর ধরে একটাই প্রশ্ন চলে আসছে। আজও যেই রহস্যের সন্ধান হয়নি। যা হওয়া বোধহয় সম্ভবও না। মৃত্যুর ঠিক আগে কী হয়? এর উত্তর দেওয়া মানুষের পক্ষে অসম্ভব। বিজ্ঞান, জ্যোতিষ, চিকিৎসক, গবেষক কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাহলে উপায় কি?
যুগ-যুগান্তর ধরে একটাই প্রশ্ন চলে আসছে। আজও যেই রহস্যের সন্ধান হয়নি। যা হওয়া বোধহয় সম্ভবও না। মৃত্যুর ঠিক আগে কী হয়? এর উত্তর দেওয়া মানুষের পক্ষে অসম্ভব। বিজ্ঞান, জ্যোতিষ, চিকিৎসক, গবেষক কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাহলে উপায় কি?
advertisement
2/6
তবে সম্প্রতি সামনে এসেছে গবেষণালব্ধ এক বিরাট তথ্য। গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর ঠিক আগে রোগীর হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যায়। ওই সময় তাঁর মস্তিষ্কে এক তরঙ্গ তৈরি হয়। যাকে বিজ্ঞানের ভাষায় Gamma Oscillations বলা হয়।
তবে সম্প্রতি সামনে এসেছে গবেষণালব্ধ এক বিরাট তথ্য। গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর ঠিক আগে রোগীর হৃদস্পন্দন বহুগুণ বেড়ে যায়। ওই সময় তাঁর মস্তিষ্কে এক তরঙ্গ তৈরি হয়। যাকে বিজ্ঞানের ভাষায় Gamma Oscillations বলা হয়।
advertisement
3/6
Le Louisville Zemmer বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নিউরো সার্জেন ডাক্তার Louisville Zemma জানান, Gamma Oscillations ওয়েভের সময় মানুষের তাঁর জীবনের সেরা স্মৃতিগুলি মনে করতে থাকেন। কিছুটা  একই জিনিস হয় মৃত্যুর ঠিক পরেও।
Le Louisville Zemmer বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নিউরো সার্জেন ডাক্তার Louisville Zemma জানান, Gamma Oscillations ওয়েভের সময় মানুষের তাঁর জীবনের সেরা স্মৃতিগুলি মনে করতে থাকেন। কিছুটা একই জিনিস হয় মৃত্যুর ঠিক পরেও।
advertisement
4/6
আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স’-এ প্রকাশিত হয়েছে এক গবেষণা। ৮৭ বছর বয়সী এক রোগীর হৃদস্পন্দন থেমে যাওয়ার পরের ৩০ সেকেন্ডে ঠিক কী ঘটে? ইইজি রেকর্ডিং খতিয়ে দেখে গবেষকরা জানতে পেরেছেন, মৃত্যুর সময় তাঁর চোখে ভেসে উঠেছিল একাধিক তরঙ্গের আন্দোলন।
আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স’-এ প্রকাশিত হয়েছে এক গবেষণা। ৮৭ বছর বয়সী এক রোগীর হৃদস্পন্দন থেমে যাওয়ার পরের ৩০ সেকেন্ডে ঠিক কী ঘটে? ইইজি রেকর্ডিং খতিয়ে দেখে গবেষকরা জানতে পেরেছেন, মৃত্যুর সময় তাঁর চোখে ভেসে উঠেছিল একাধিক তরঙ্গের আন্দোলন।
advertisement
5/6
গবেষকদের ধারণা, হৃদস্পন্দন ও রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পরের ৩০ সেকেন্ডেও সচল সক্রিয় ছিল তাঁর মস্তিষ্ক। তিনি অনেক কিছুই দেখতে পাচ্ছিলেন। গবেষকদের ধারণা, রোগী দেখতে পেয়েছিলেন তাঁর ফেলে আসা জীবনের বেশ কিছু ছবি। ৩০ সেকেন্ড পর পর্যন্ত তাদের আলোড়ন চালিয়ে গিয়েছিল সেইসব তরঙ্গ।
গবেষকদের ধারণা, হৃদস্পন্দন ও রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পরের ৩০ সেকেন্ডেও সচল সক্রিয় ছিল তাঁর মস্তিষ্ক। তিনি অনেক কিছুই দেখতে পাচ্ছিলেন। গবেষকদের ধারণা, রোগী দেখতে পেয়েছিলেন তাঁর ফেলে আসা জীবনের বেশ কিছু ছবি। ৩০ সেকেন্ড পর পর্যন্ত তাদের আলোড়ন চালিয়ে গিয়েছিল সেইসব তরঙ্গ।
advertisement
6/6
এর আগে বহু গবেষক জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে যাঁরা ফিরে এসেছেন তাঁদের বলা কথা। সেই মুহূর্তে তাঁরা অন্যজগতে পৌঁছে গিয়েছিলেন। কেউ বলেছেন, প্রয়াত প্রিয়জনেরা হাত বাড়িয়েছিলেন তাঁদের দিকে। কেউ জানিয়েছিলেন, মনে পড়ে যাচ্ছিল যাবতীয় সুখস্মৃতি।
এর আগে বহু গবেষক জানিয়েছেন, মৃত্যুর মুখ থেকে যাঁরা ফিরে এসেছেন তাঁদের বলা কথা। সেই মুহূর্তে তাঁরা অন্যজগতে পৌঁছে গিয়েছিলেন। কেউ বলেছেন, প্রয়াত প্রিয়জনেরা হাত বাড়িয়েছিলেন তাঁদের দিকে। কেউ জানিয়েছিলেন, মনে পড়ে যাচ্ছিল যাবতীয় সুখস্মৃতি।
advertisement
advertisement
advertisement