Donald Trump on India: ভারতের ৫০০% শুল্ক চাপাতে পারে ট্রাম্প! রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’, আনছে নতুন বিল

Last Updated:
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলে তেমনই ইঙ্গিত রয়েছে৷ ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০০ শতাংশও করতে পারে আমেরিকা।
1/8
ওয়াশিংটন: রাশিয়ার থেকে তেল কিনে যুদ্ধযন্ত্রে রসদ জোগাচ্ছে ভারত৷ একাধিক ভারত বিরোধী পদক্ষেপ করার পরে আবারও কড়া হুঁশিয়ারি এল আমেরিকার তরফে৷
ওয়াশিংটন: রাশিয়ার থেকে তেল কিনে যুদ্ধযন্ত্রে রসদ জোগাচ্ছে ভারত৷ একাধিক ভারত বিরোধী পদক্ষেপ করার পরে আবারও কড়া হুঁশিয়ারি এল আমেরিকার তরফে৷
advertisement
2/8
বৃহস্পতিবার আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক রাশিয়া নিষেধাজ্ঞা বিলকে সবুজ সংকেত দিয়েছেন৷ সেখানে তিনি বলেছিলেন যে ভারত, চিন এবং ব্রাজিলকে রাশিয়ান তেল কেনা থেকে বিরত রাখতে এবং ‘পুতিনের যুদ্ধযন্ত্রকে ইন্ধন জোগানো’ দেশগুলিকে শাস্তি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে আমেরিকা৷
বৃহস্পতিবার আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক রাশিয়া নিষেধাজ্ঞা বিলকে সবুজ সংকেত দিয়েছেন৷ সেখানে তিনি বলেছিলেন যে ভারত, চিন এবং ব্রাজিলকে রাশিয়ান তেল কেনা থেকে বিরত রাখতে এবং ‘পুতিনের যুদ্ধযন্ত্রকে ইন্ধন জোগানো’ দেশগুলিকে শাস্তি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে আমেরিকা৷
advertisement
3/8
মার্কিন কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রস্তাবিত আইন-যার শিরোনাম ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন ২০২৫’- তাতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর জরিমানা এবং রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত পণ্য ও পরিষেবার উপর শুল্কের হার তাদের মূল্যের কমপক্ষে ৫০০% পর্যন্ত বৃদ্ধি সহ বেশ কিছু বিধান আরোপের চেষ্টা করা হয়েছে।
মার্কিন কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রস্তাবিত আইন-যার শিরোনাম‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন ২০২৫’- তাতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর জরিমানা এবং রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত পণ্য ও পরিষেবার উপর শুল্কের হার তাদের মূল্যের কমপক্ষে ৫০০% পর্যন্ত বৃদ্ধি সহ বেশ কিছু বিধান আরোপের চেষ্টা করা হয়েছে।
advertisement
4/8
 কিন্তু, ক’দিন আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক৷ কিন্তু, আমেরিকা ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোয় মোদি তাঁর উপর অখুশি
কিন্তু, ক’দিন আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক৷ কিন্তু, আমেরিকা ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোয় মোদি তাঁর উপর অখুশি
advertisement
5/8
বুধবার ট্রাম্পের সঙ্গে দেখা করেন লিন্ডসে। তার পরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি লম্বা পোস্ট করেন৷ সেই সংক্রান্ত বিলে গ্রিন সিগন্যাল দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহেই এই বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছেন লিন্ডসে।
বুধবার ট্রাম্পের সঙ্গে দেখা করেন লিন্ডসে। তার পরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি লম্বা পোস্ট করেন৷ সেই সংক্রান্ত বিলে গ্রিন সিগন্যাল দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহেই এই বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছেন লিন্ডসে।
advertisement
6/8
বিলটির গুরুত্ব ব্যাখ্যা করে লিন্ডসে লেখেন, “এর ফলে যে সমস্ত দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে (ভ্লাদিমির) পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।” রাশিয়া থেকে এখনও তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলিই এই শাস্তি পাবে বলে জানিয়েছেন তিনি। লিন্ডসে তাঁর পোস্টে ভারত ছাড়াও ব্রাজ়িল এবং চিনের নাম বলেছেন।
বিলটির গুরুত্ব ব্যাখ্যা করে লিন্ডসে লেখেন, “এর ফলে যে সমস্ত দেশ সস্তায় রাশিয়ার তেল কিনে (ভ্লাদিমির) পুতিনকে যুদ্ধে সহায়তা করছে, তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।” রাশিয়া থেকে এখনও তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলিই এই শাস্তি পাবে বলে জানিয়েছেন তিনি। লিন্ডসে তাঁর পোস্টে ভারত ছাড়াও ব্রাজ়িল এবং চিনের নাম বলেছেন।
advertisement
7/8
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলে তেমনই ইঙ্গিত রয়েছে৷ ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০০ শতাংশও করতে পারে আমেরিকা।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা মনে করছেন, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিলে তেমনই ইঙ্গিত রয়েছে৷ ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০০ শতাংশও করতে পারে আমেরিকা।
advertisement
8/8
রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০০ শতাংশও করতে পারে আমেরিকা।
রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০০ শতাংশও করতে পারে আমেরিকা।
advertisement
advertisement
advertisement