Weird News: বাড়ির মধ্যেই সঙ্গীনি বদল, যখন তখন যাকে খুশি করা যায় শয্যাসঙ্গী! এই রীতি চমকে দিয়েছে বিশ্বকে

Last Updated:
Weird News: নেপালের কয়েকটি উপজাতি নিজেদের পরিবারের মধ্যে পার্টনার অদলবদল করে নিতেন। একে বলে পলিঅ্যান্ড্রি।
1/5
এ দুনিয়া বড়ই বিচিত্র। বিচিত্র মানুষের রীতিনীতিও। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষের সংস্কৃতি, রীতি-নীতি সম্পূর্ণ বিপরীত। এ কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যৌনতা নিয়ে তৈরি হয়েছে আজব কিছু নিয়ম কানুন। যেমন, স্বাস্থ্যের ক্ষতি হয় সেই কারণে কেউ আবার শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সময়েও অন্তর্বাস পরে থাকেন। বিশ্বজুড়ে তেমনই কিছু অবাক করা যৌনরীতি রয়েছে।
এ দুনিয়া বড়ই বিচিত্র। বিচিত্র মানুষের রীতিনীতিও। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষের সংস্কৃতি, রীতি-নীতি সম্পূর্ণ বিপরীত। এ কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যৌনতা নিয়ে তৈরি হয়েছে আজব কিছু নিয়ম কানুন। যেমন, স্বাস্থ্যের ক্ষতি হয় সেই কারণে কেউ আবার শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সময়েও অন্তর্বাস পরে থাকেন। বিশ্বজুড়ে তেমনই কিছু অবাক করা যৌনরীতি রয়েছে।
2/5
নেপালের কয়েকটি উপজাতি নিজেদের পরিবারের মধ্যে পার্টনার অদলবদল করে নিতেন। একে বলে পলিঅ্যান্ড্রি। তাঁদের বিশ্বাস ছিল, এই রীতি উপজাতির পপুলেশনের ভারসাম্য বজায় রাখবে।
নেপালের কয়েকটি উপজাতি নিজেদের পরিবারের মধ্যে পার্টনার অদলবদল করে নিতেন। একে বলে পলিঅ্যান্ড্রি। তাঁদের বিশ্বাস ছিল, এই রীতি উপজাতির পপুলেশনের ভারসাম্য বজায় রাখবে।
3/5
ফ্রান্সের মারকিউসাস আইল্যান্ডের রীতি অনুযায়ী সেখানকার মানুষেরা নিজেদের পার্টনারকে অন্যের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে দিতেন। এবং নিজের পার্টনারের সঙ্গে অন্যের মিলিত হওয়ার এই দৃশ্য তাঁরা দেখতেন।
ফ্রান্সের মারকিউসাস আইল্যান্ডের রীতি অনুযায়ী সেখানকার মানুষেরা নিজেদের পার্টনারকে অন্যের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হতে দিতেন। এবং নিজের পার্টনারের সঙ্গে অন্যের মিলিত হওয়ার এই দৃশ্য তাঁরা দেখতেন।
4/5
ব্রাজিলের মাহিনাকু গ্রামের লোকেরা পছন্দ মতো পার্টনার বেছে নেওয়ার জন্য খুল্লমখুল্লা অন্য লোকের সঙ্গে প্রতিযোগিতা করেন। তবে কোনওরকম মারামারি নয়, উল্টে কে কত বড় মাছ উপহার দিতে পারবেন পছন্দের মহিলাকে তাই বিচার করা হয়।
ব্রাজিলের মাহিনাকু গ্রামের লোকেরা পছন্দ মতো পার্টনার বেছে নেওয়ার জন্য খুল্লমখুল্লা অন্য লোকের সঙ্গে প্রতিযোগিতা করেন। তবে কোনওরকম মারামারি নয়, উল্টে কে কত বড় মাছ উপহার দিতে পারবেন পছন্দের মহিলাকে তাই বিচার করা হয়।
5/5
হাওয়াই দ্বীপে আবার প্রত্যেকেই নিজেদের গোপন অঙ্গের নামকরণ করেন। এমনকী ঈশ্বরের আরাধনার সময় নিজেদের যৌনাঙ্গের বিবরণ দেন। এটাই তাঁদের রীতি।
হাওয়াই দ্বীপে আবার প্রত্যেকেই নিজেদের গোপন অঙ্গের নামকরণ করেন। এমনকী ঈশ্বরের আরাধনার সময় নিজেদের যৌনাঙ্গের বিবরণ দেন। এটাই তাঁদের রীতি।