প্রীতরাম মাড়ের পুজো হিসেবে এটাকে কেউ সেভাবে মনে না রখালেও রাণী রাসমনির বাড়ির পুজো হিসেবে এর জনপ্রিয়তা তুঙ্গে ৷ এই সময় যেমন পরিবারের আত্মীয়রা সকলে আসেন ঠিক তেমনিই প্রচুর মানুষ শুধু সেই প্রাচীন ঐতিহ্যের স্পর্শ নিতে আসেন এই পুজোয় ৷ বর্তমান ১৩ রানি রাসমনি রোডের বাড়িতে এই শতাব্দী প্রাচীন পুজোটি হয় ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account
একসময়ে যে পুজোয় হাজির হতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব আজও তাঁর সেই মাহাত্ম্য যে দালানে জড়িয়ে রয়েছে সেই আঙিনা হয়ে জীবন্ত শিশুদের কলতানে ৷ পুজোর মিলোৎসব পায় পূর্ণতা এই রাসমণির আঙিনায় ৷যাঁর জীবনের ব্রতই ছিল সকলের জন্য আনন্দ , সকলের জন্য পূণ্যে ৷ Photo Courtesy - Sarmistha Dhar / Facebook Account