Knowledge Story: ওয়াকফ কী? বোর্ডের হাতে কত জমি আছে জানেন? আকবর, ঔরঙ্গজেব নয় ‘এঁরা’-ই সবচেয়ে বেশি দান করেছিলেন, আর এখন...

Last Updated:
ভারতে মুঘল আমলের আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে বর্তমানে প্রাক্তন উপ রাষ্ট্রপতি আবদুল হামিদ আনসারি এবং উইপ্রোর আজিম প্রেমজি, প্রত্যেকেই এই ওয়াকফ বোর্ডে নিজেদের সামর্থ্য মতো জমি দান করেছেন৷ কিন্তু, জানেন মুঘল সম্রাট আকবরও নন, উইপ্রোর আজিম প্রেমজিও নন, ভারতের ওয়াকফ সম্পত্তিতে সবচেয়ে বেশি জমি কে দান করেছেন?
1/7
বিরোধীদের জোরাল সওয়াল সত্ত্বেও গত বুধবার লোকসভায় এবং গত বৃহস্পতিবার রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল ২০২৫৷ আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যাঁদের কাছে এই ‘ওয়াকফ বিল’ বিষয়টিই পরিষ্কার নয়৷ আসুন জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কী?
বিরোধীদের জোরাল সওয়াল সত্ত্বেও গত বুধবার লোকসভায় এবং গত বৃহস্পতিবার রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল ২০২৫৷ আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যাঁদের কাছে এই ‘ওয়াকফ বিল’ বিষয়টিই পরিষ্কার নয়৷ আসুন জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কী?
advertisement
2/7
 জানা যায়, ‘ওয়াকফ’ শব্দটি আরবি শব্দ ‘ওয়াকুফা’ থেকে এসেছে৷ যার অর্থ সমাজের কল্যাণে ব্যবহারের জন্য সম্পত্তির দান৷ এই ধর্মীয় ও সামাজিক কল্যাণে ব্যবহার করার জন্য দান করা জমি নিয়ন্ত্রণ করে ওয়াকফ বোর্ড৷ পাকিস্তান, বাংলাদেশের মতো, ভারতেও রয়েছে ওয়াকফ বোর্ড৷
জানা যায়, ‘ওয়াকফ’ শব্দটি আরবি শব্দ ‘ওয়াকুফা’ থেকে এসেছে৷ যার অর্থ সমাজের কল্যাণে ব্যবহারের জন্য সম্পত্তির দান৷ এই ধর্মীয় ও সামাজিক কল্যাণে ব্যবহার করার জন্য দান করা জমি নিয়ন্ত্রণ করে ওয়াকফ বোর্ড৷ পাকিস্তান, বাংলাদেশের মতো, ভারতেও রয়েছে ওয়াকফ বোর্ড৷
advertisement
3/7
এর আগে ভারতের ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারতেন না অমুসলিম কোনও সদস্য৷ এটি স্বতন্ত্র, স্বশাসিত একটি কমিটি ছিল৷ সংশোধনী বিলে এ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে৷ পাশাপাশি, ওয়াকফ জমির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকেও শামিল করার কথা বলা হয়েছে পাশ হওয়া সংশোধনী বিলে৷
এর আগে ভারতের ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারতেন না অমুসলিম কোনও সদস্য৷ এটি স্বতন্ত্র, স্বশাসিত একটি কমিটি ছিল৷ সংশোধনী বিলে এ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে৷ পাশাপাশি, ওয়াকফ জমির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকেও শামিল করার কথা বলা হয়েছে পাশ হওয়া সংশোধনী বিলে৷
advertisement
4/7
ভারতে মুঘল আমলের আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে বর্তমানে প্রাক্তন উপ রাষ্ট্রপতি আবদুল হামিদ আনসারি এবং উইপ্রোর আজিম প্রেমজি, প্রত্যেকেই এই ওয়াকফ বোর্ডে নিজেদের সামর্থ্য মতো জমি দান করেছেন৷ কিন্তু, জানেন মুঘল সম্রাট আকবরও নন, উইপ্রোর আজিম প্রেমজিও নন, ভারতের ওয়াকফ সম্পত্তিতে সবচেয়ে বেশি জমি কে দান করেছেন?
ভারতে মুঘল আমলের আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে বর্তমানে প্রাক্তন উপ রাষ্ট্রপতি আবদুল হামিদ আনসারি এবং উইপ্রোর আজিম প্রেমজি, প্রত্যেকেই এই ওয়াকফ বোর্ডে নিজেদের সামর্থ্য মতো জমি দান করেছেন৷ কিন্তু, জানেন মুঘল সম্রাট আকবরও নন, উইপ্রোর আজিম প্রেমজিও নন, ভারতের ওয়াকফ সম্পত্তিতে সবচেয়ে বেশি জমি কে দান করেছেন?
advertisement
5/7
২০২২ সালের তথ্য অনুযায়ী, ভারতের ওয়াকফ বোর্ডের ৯.৪ লক্ষ একর জমি ছড়িয়ে রয়েছে সারা ভারত জুড়ে৷ এর মধ্যে কিছু ওয়াকফ সম্পত্তি একশো বছরেরও বেশি পুরনো৷ এই সমস্ত সম্পত্তি থেকে যে উপার্জন হয়, তা এখনও ধর্মীয় ও সমাজকল্যাণের কাজেই ব্যবহৃত হয়৷
২০২২ সালের তথ্য অনুযায়ী, ভারতের ওয়াকফ বোর্ডের ৯.৪ লক্ষ একর জমি ছড়িয়ে রয়েছে সারা ভারত জুড়ে৷ এর মধ্যে কিছু ওয়াকফ সম্পত্তি একশো বছরেরও বেশি পুরনো৷ এই সমস্ত সম্পত্তি থেকে যে উপার্জন হয়, তা এখনও ধর্মীয় ও সমাজকল্যাণের কাজেই ব্যবহৃত হয়৷
advertisement
6/7
অনেক জায়গাতেই মুঘল সম্রাট আকবর অনেক জায়গায় ওয়াকফ সম্পত্তি দান করেছেন৷ শাহজাহান এবং ঔরঙ্গজেবও দিল্লি, আগ্রা এবং হায়দরাবাদের বহু জমি দান করেছিলেন ওয়াকফকে৷ এমনকি বেগম জাহানারও রয়েছেন দাতার তালিকায়
অনেক জায়গাতেই মুঘল সম্রাট আকবর অনেক জায়গায় ওয়াকফ সম্পত্তি দান করেছেন৷ শাহজাহান এবং ঔরঙ্গজেবও দিল্লি, আগ্রা এবং হায়দরাবাদের বহু জমি দান করেছিলেন ওয়াকফকে৷ এমনকি বেগম জাহানারও রয়েছেন দাতার তালিকায়
advertisement
7/7
রিপোর্ট অনুযায়ী, দিল্লি, হায়দরাবাদ, লখনউ এবং অজমেরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে৷ তবে ওয়াকফকে জমি দান করার নিরিখে প্রথম স্থানেই রয়েছেন হায়দরাবাদের নিজাম৷ নিজামের পুরো কথা হল নিজাম-উল-মুলক৷ হায়দরাবাদে ১০ জন নিজাম রয়েছেন৷ প্রথম ছিলেন মীর কামরুদ্দিন খান এবং শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলি খান৷ নিজাম সপ্তম আসাফ জা নিজেই শুধু ১০০০ একর জমি দান করেছিলেন ওয়াকফকে৷ গোলকোন্ডার এবং বিজাপুরের সুলতানও বহু জমি ওয়াকফ হিসাবে দান করেছেন৷
রিপোর্ট অনুযায়ী, দিল্লি, হায়দরাবাদ, লখনউ এবং অজমেরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে৷ তবে ওয়াকফকে জমি দান করার নিরিখে প্রথম স্থানেই রয়েছেন হায়দরাবাদের নিজাম৷ নিজামের পুরো কথা হল নিজাম-উল-মুলক৷ হায়দরাবাদে ১০ জন নিজাম রয়েছেন৷ প্রথম ছিলেন মীর কামরুদ্দিন খান এবং শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলি খান৷ নিজাম সপ্তম আসাফ জা নিজেই শুধু ১০০০ একর জমি দান করেছিলেন ওয়াকফকে৷ গোলকোন্ডার এবং বিজাপুরের সুলতানও বহু জমি ওয়াকফ হিসাবে দান করেছেন৷
advertisement
advertisement
advertisement