Knowledge Story: ওয়াকফ কী? বোর্ডের হাতে কত জমি আছে জানেন? আকবর, ঔরঙ্গজেব নয় ‘এঁরা’-ই সবচেয়ে বেশি দান করেছিলেন, আর এখন...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারতে মুঘল আমলের আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে বর্তমানে প্রাক্তন উপ রাষ্ট্রপতি আবদুল হামিদ আনসারি এবং উইপ্রোর আজিম প্রেমজি, প্রত্যেকেই এই ওয়াকফ বোর্ডে নিজেদের সামর্থ্য মতো জমি দান করেছেন৷ কিন্তু, জানেন মুঘল সম্রাট আকবরও নন, উইপ্রোর আজিম প্রেমজিও নন, ভারতের ওয়াকফ সম্পত্তিতে সবচেয়ে বেশি জমি কে দান করেছেন?
advertisement
advertisement
advertisement
ভারতে মুঘল আমলের আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে বর্তমানে প্রাক্তন উপ রাষ্ট্রপতি আবদুল হামিদ আনসারি এবং উইপ্রোর আজিম প্রেমজি, প্রত্যেকেই এই ওয়াকফ বোর্ডে নিজেদের সামর্থ্য মতো জমি দান করেছেন৷ কিন্তু, জানেন মুঘল সম্রাট আকবরও নন, উইপ্রোর আজিম প্রেমজিও নন, ভারতের ওয়াকফ সম্পত্তিতে সবচেয়ে বেশি জমি কে দান করেছেন?
advertisement
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, দিল্লি, হায়দরাবাদ, লখনউ এবং অজমেরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে৷ তবে ওয়াকফকে জমি দান করার নিরিখে প্রথম স্থানেই রয়েছেন হায়দরাবাদের নিজাম৷ নিজামের পুরো কথা হল নিজাম-উল-মুলক৷ হায়দরাবাদে ১০ জন নিজাম রয়েছেন৷ প্রথম ছিলেন মীর কামরুদ্দিন খান এবং শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলি খান৷ নিজাম সপ্তম আসাফ জা নিজেই শুধু ১০০০ একর জমি দান করেছিলেন ওয়াকফকে৷ গোলকোন্ডার এবং বিজাপুরের সুলতানও বহু জমি ওয়াকফ হিসাবে দান করেছেন৷