তথ্য অনুযায়ী, অদ্ভুত এই ঘটনাটি আউরাইয়া জেলার বিধুনা কোতোয়ালির নবীন বস্তির। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর নেটিজেনরাও বিস্মিত। আসলে, জয়মালা অনুষ্ঠানের সময়ে, পাত্র অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে নিজের গলার মালাটি ছুড়ে দেন, এতেই রেগে আগুন কনে। এর পরই বেঁকে বসেন ওই কনে। প্রতীকী ছবি ৷