Viral Wedding Video: বিয়ের মণ্ডপে দেখ কাণ্ড! মালাবদলে এই কাজ করলেন কনের সঙ্গে হবু বর! ভাঙল বিয়ে

Last Updated:
Viral Wedding Video|Wedding Video|Marriage Video|Viral Video: কনে ও বরপক্ষের আত্মীয়রা নববধূকে বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
1/7
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তর প্রদেশের আউরাইয়া জেলার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিয়েতে জয়মালা অনুষ্ঠানের সময়ে বা মালাবদলের সময়ে এমন কিছু ঘটনা ঘটে যে সেই মুহূর্তেই বিয়ে করতে অস্বীকার করেন কনে। কনের এরূপ মনোভাবের কারণে বরের পাশাপাশি কনের পক্ষও হতবাক হয়ে যায়। প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তর প্রদেশের আউরাইয়া জেলার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিয়েতে জয়মালা অনুষ্ঠানের সময়ে বা মালাবদলের সময়ে এমন কিছু ঘটনা ঘটে যে সেই মুহূর্তেই বিয়ে করতে অস্বীকার করেন কনে। কনের এরূপ মনোভাবের কারণে বরের পাশাপাশি কনের পক্ষও হতবাক হয়ে যায়। প্রতীকী ছবি ৷
advertisement
2/7
বিয়েতে উপস্থিত আত্মীয়রা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ভালো পরিবার থেকে সম্বন্ধ এলেও বিয়ের দিন পাত্রের কর্মকাণ্ড ও কনের জেদের কারণে শেষ পর্যন্ত ভেস্তে যায় বিয়ের অনুষ্ঠান। প্রতীকী ছবি ৷
বিয়েতে উপস্থিত আত্মীয়রা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ভালো পরিবার থেকে সম্বন্ধ এলেও বিয়ের দিন পাত্রের কর্মকাণ্ড ও কনের জেদের কারণে শেষ পর্যন্ত ভেস্তে যায় বিয়ের অনুষ্ঠান। প্রতীকী ছবি ৷
advertisement
3/7
তথ্য অনুযায়ী, অদ্ভুত এই ঘটনাটি আউরাইয়া জেলার বিধুনা কোতোয়ালির নবীন বস্তির। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর নেটিজেনরাও বিস্মিত। আসলে, জয়মালা অনুষ্ঠানের সময়ে, পাত্র অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে নিজের গলার মালাটি ছুড়ে দেন, এতেই রেগে আগুন কনে। এর পরই বেঁকে বসেন ওই কনে। প্রতীকী ছবি ৷
তথ্য অনুযায়ী, অদ্ভুত এই ঘটনাটি আউরাইয়া জেলার বিধুনা কোতোয়ালির নবীন বস্তির। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর নেটিজেনরাও বিস্মিত। আসলে, জয়মালা অনুষ্ঠানের সময়ে, পাত্র অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে নিজের গলার মালাটি ছুড়ে দেন, এতেই রেগে আগুন কনে। এর পরই বেঁকে বসেন ওই কনে। প্রতীকী ছবি ৷
advertisement
4/7
বিয়েতে কনের অস্বীকৃতি শুনে হইচই পড়ে যায় অনুষ্ঠানে। শেষে কনে ও বরপক্ষের আত্মীয়রা নববধূকে বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। প্রতীকী ছবি ৷
বিয়েতে কনের অস্বীকৃতি শুনে হইচই পড়ে যায় অনুষ্ঠানে। শেষে কনে ও বরপক্ষের আত্মীয়রা নববধূকে বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। প্রতীকী ছবি ৷
advertisement
5/7
রোশনি নামে ওই পাত্রীর বিয়ে ঠিক হয়েছিল কনৌজ জেলার বাহবলপুরের বাসিন্দা আকাশের সঙ্গে। বিয়ের দিন সব ধরনের আচার-অনুষ্ঠানও ঠিক মতো করা হয়। বিয়ের মণ্ডপ সাজানো, সানাইয়ের বন্দোবস্ত, সনাতন পদ্ধতিতে আচার-অনুষ্ঠান পালন কোনও কিছুর ঘাটতি ছিল না। প্রতীকী ছবি ৷ 
রোশনি নামে ওই পাত্রীর বিয়ে ঠিক হয়েছিল কনৌজ জেলার বাহবলপুরের বাসিন্দা আকাশের সঙ্গে। বিয়ের দিন সব ধরনের আচার-অনুষ্ঠানও ঠিক মতো করা হয়। বিয়ের মণ্ডপ সাজানো, সানাইয়ের বন্দোবস্ত, সনাতন পদ্ধতিতে আচার-অনুষ্ঠান পালন কোনও কিছুর ঘাটতি ছিল না। প্রতীকী ছবি ৷ 
advertisement
6/7
কিন্তু জয়মালা অনুষ্ঠানের সময় পাত্র কিছু ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে তাঁর হাতে থাকা পাগড়ি ও মালা ছুড়ে ফেলে দেন। এতে বিস্মিত হয়ে পড়েন কনে পক্ষের লোকজন। তার পরই কনে সোচ্চারে ঘোষণা করেন এই বিয়েতে তিনি রাজি নন। পাত্রীর অভিযোগ, ছেলের আচরণ এতটাই অদ্ভুত যে তাঁর সঙ্গে বিয়ে করা সম্ভব নয়। প্রতীকী ছবি ৷
কিন্তু জয়মালা অনুষ্ঠানের সময় পাত্র কিছু ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে তাঁর হাতে থাকা পাগড়ি ও মালা ছুড়ে ফেলে দেন। এতে বিস্মিত হয়ে পড়েন কনে পক্ষের লোকজন। তার পরই কনে সোচ্চারে ঘোষণা করেন এই বিয়েতে তিনি রাজি নন। পাত্রীর অভিযোগ, ছেলের আচরণ এতটাই অদ্ভুত যে তাঁর সঙ্গে বিয়ে করা সম্ভব নয়। প্রতীকী ছবি ৷
advertisement
7/7
বরের পক্ষ থেকে এ ঘটনা জানাজানি হলে পাত্র ঘটনার কথা অস্বীকার করেন। আকাশ জানান, মন্ডপে ওঠার আগে তিনি খাবার খেতে গেলে সেখানে তাঁকে অপমান করা হয়। তবে মালা ছুড়ে ফেলার কথা তিনি অস্বীকার করেন। আকাশ জানান, তার শ্যালক ও ভাগ্নেও তাঁর সঙ্গে ছিলেন, যদিও কনেপক্ষ এ কথা অস্বীকার করেন! প্রতীকী ছবি ৷
বরের পক্ষ থেকে এ ঘটনা জানাজানি হলে পাত্র ঘটনার কথা অস্বীকার করেন। আকাশ জানান, মন্ডপে ওঠার আগে তিনি খাবার খেতে গেলে সেখানে তাঁকে অপমান করা হয়। তবে মালা ছুড়ে ফেলার কথা তিনি অস্বীকার করেন। আকাশ জানান, তার শ্যালক ও ভাগ্নেও তাঁর সঙ্গে ছিলেন, যদিও কনেপক্ষ এ কথা অস্বীকার করেন! প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement