'স্প্যাম কল' ভেবে বার বার কেটে দিচ্ছিলেন 'ফোন'..., ১ মাস পর ফাঁস হল আসল 'সত্যি'! শুনেই পায়ের তলা থেকে সরে গেল মাটি

Last Updated:
Viral News: ২৪শে ফেব্রুয়ারি আবার ফোনটি আসে, আর তিনিও সঙ্গে সঙ্গে আবার ফোন কেটে দিয়ে ভাবলেন, "এটাও স্প্যাম!"
1/12
সাধারণত সবাই অচেনা নম্বরের ফোন কল কম বেশি এড়িয়ে চলেন। অন্য কোনও নম্বর থেকে নতুন কোনও কল এলে আজকাল সকলেই সাইবার জালিয়াতির ভয়ে ফোনটি ধরেন না।
সাধারণত সবাই অচেনা নম্বরের ফোন কল কম বেশি এড়িয়ে চলেন। অন্য কোনও নম্বর থেকে নতুন কোনও কল এলে আজকাল সকলেই সাইবার জালিয়াতির ভয়ে ফোনটি ধরেন না।
advertisement
2/12
কিন্তু এই স্প্যাম কলের ভয়ে ফোন এড়িয়ে চলতে গিয়েই অদ্ভুত কিছু ঘটে গেল এক ব্যক্তির সঙ্গে ।
কিন্তু এই স্প্যাম কলের ভয়ে ফোন এড়িয়ে চলতে গিয়েই অদ্ভুত কিছু ঘটে গেল এক ব্যক্তির সঙ্গে ।
advertisement
3/12
আচ্ছা যদি এমন হয় যে আপনি বিশ্বের অন্যতম বৃহৎ কোনও কোম্পানি থেকে চাকরির প্রস্তাবের কল পাচ্ছেন এবং আপনি সেই কলটিকেও স্প্যাম কল ভেবে বারবার ফোন না ধরে এড়িয়ে যাচ্ছেন, তাহলে কী হবে? এই ব্যক্তির ক্ষেত্রেও ঘটল এমনই কিছু ঘটনা।
আচ্ছা যদি এমন হয় যে আপনি বিশ্বের অন্যতম বৃহৎ কোনও কোম্পানি থেকে চাকরির প্রস্তাবের কল পাচ্ছেন এবং আপনি সেই কলটিকেও স্প্যাম কল ভেবে বারবার ফোন না ধরে এড়িয়ে যাচ্ছেন, তাহলে কী হবে? এই ব্যক্তির ক্ষেত্রেও ঘটল এমনই কিছু ঘটনা।
advertisement
4/12
এই ব্যক্তি ক্রমাগত একটি আমেরিকান নম্বর থেকে কল পাচ্ছিলেন। কলটি আসার সঙ্গে সঙ্গেই তিনি ভাবলেন, "এটি একটি স্প্যাম কল।" তাই প্রায় এক মাস ধরে ওই নম্বর থেকে ফোন আসা বন্ধ করে দেয় ওই ব্যক্তি।
এই ব্যক্তি ক্রমাগত একটি আমেরিকান নম্বর থেকে কল পাচ্ছিলেন। কলটি আসার সঙ্গে সঙ্গেই তিনি ভাবলেন, "এটি একটি স্প্যাম কল।" তাই প্রায় এক মাস ধরে ওই নম্বর থেকে ফোন আসা বন্ধ করে দেয় ওই ব্যক্তি।
advertisement
5/12
জানা গিয়েছে বস্তুত, গতবছর ৭ই ফেব্রুয়ারি তিনি প্রথম ফোন পান। যা তিনি উপেক্ষা করেন। কিন্তু ২৪শে ফেব্রুয়ারি আবার ফোনটি আসে, আর তিনিও সঙ্গে সঙ্গে আবার ফোন কেটে দিয়ে ভাবলেন, "এটাও স্প্যাম!"
জানা গিয়েছে বস্তুত, গতবছর ৭ই ফেব্রুয়ারি তিনি প্রথম ফোন পান। যা তিনি উপেক্ষা করেন। কিন্তু ২৪শে ফেব্রুয়ারি আবার ফোনটি আসে, আর তিনিও সঙ্গে সঙ্গে আবার ফোন কেটে দিয়ে ভাবলেন, "এটাও স্প্যাম!"
advertisement
6/12
এর কয়েক সপ্তাহ পরে, কৌতূহলবশত ওই ব্যক্তি নম্বরটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। নম্বরটি পরীক্ষা করার জন্য তিনি ট্রু কলার অ্যাপে গেলে যা দেখলেন, তাতে তাঁর পায়ের তলার মাটি কেঁপে উঠল।
এর কয়েক সপ্তাহ পরে, কৌতূহলবশত ওই ব্যক্তি নম্বরটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। নম্বরটি পরীক্ষা করার জন্য তিনি ট্রু কলার অ্যাপে গেলে যা দেখলেন, তাতে তাঁর পায়ের তলার মাটি কেঁপে উঠল।
advertisement
7/12
শুনলে চমকে যাবেন যে সেই কলটি আসলে অ্যামাজনের স্টাফ সিলেকশন টিমের কাছ থেকে এসেছিল। এটি ওই ব্যক্তির কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। ঘটনার পর, এই ব্যক্তি রেডিটে তাঁর সঙ্গে হওয়া এই ঘটনাটি শেয়ার করেন এবং অত্যন্ত আফসোস প্রকাশ করেন।
শুনলে চমকে যাবেন যে সেই কলটি আসলে অ্যামাজনের স্টাফ সিলেকশন টিমের কাছ থেকে এসেছিল। এটি ওই ব্যক্তির কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। ঘটনার পর, এই ব্যক্তি রেডিটে তাঁর সঙ্গে হওয়া এই ঘটনাটি শেয়ার করেন এবং অত্যন্ত আফসোস প্রকাশ করেন।
advertisement
8/12
তিনি বলেন, “আমি একটি আমেরিকান নম্বর থেকে ক্রমাগত কল পাচ্ছিলাম, কিন্তু স্প্যাম ভেবে আমি ফোন কেটে দিচ্ছিলাম।
তিনি বলেন, “আমি একটি আমেরিকান নম্বর থেকে ক্রমাগত কল পাচ্ছিলাম, কিন্তু স্প্যাম ভেবে আমি ফোন কেটে দিচ্ছিলাম।
advertisement
9/12
"পরে আমি জানতে পারলাম যে কলটি আমাজন থেকে এসেছে এবং এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির প্রস্তাবের বিজ্ঞপ্তি হতে পারে!"
"পরে আমি জানতে পারলাম যে কলটি আমাজন থেকে এসেছে এবং এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির প্রস্তাবের বিজ্ঞপ্তি হতে পারে!"
advertisement
10/12
তিনি বলেন, অবশেষে তিনি আবার সেই নম্বরে কল করেন, কিন্তু একটি স্বয়ংক্রিয় বার্তা পান যেখানে বলা হয়, "এই নম্বরটি পর্যবেক্ষণ করা হচ্ছে না।" এই ঘটনার পর থেকেই এই নিয়ে ওই ব্যক্তি নিদারুন চাপের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, অবশেষে তিনি আবার সেই নম্বরে কল করেন, কিন্তু একটি স্বয়ংক্রিয় বার্তা পান যেখানে বলা হয়, "এই নম্বরটি পর্যবেক্ষণ করা হচ্ছে না।" এই ঘটনার পর থেকেই এই নিয়ে ওই ব্যক্তি নিদারুন চাপের মধ্যে রয়েছেন।
advertisement
11/12
শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী ওই ব্যক্তিকে সান্ত্বনা দিয়েছেন। কেউ কেউ বলেন, "চিন্তা কোরো না, বড় কোম্পানিগুলি কলের সঙ্গে সঙ্গে ইমেলও পাঠায়, তাই তোমার একবার ইমেল চেক করে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত।"
শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী ওই ব্যক্তিকে সান্ত্বনা দিয়েছেন। কেউ কেউ বলেন, "চিন্তা কোরো না, বড় কোম্পানিগুলি কলের সঙ্গে সঙ্গে ইমেলও পাঠায়, তাই তোমার একবার ইমেল চেক করে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত।"
advertisement
12/12
ঘটনাটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। আসলে নেটিজেনরাও এটি শুনে হকচকিয়ে যান। অনেকেই চিন্তায় পরে যান যে সত্যি তারাও নিজেদের অজান্তে 'স্প্যাম কল' ভেবে কেটে দিচ্ছেন না তো এমনই জরুরি কোনও ফোন?
ঘটনাটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। আসলে নেটিজেনরাও এটি শুনে হকচকিয়ে যান। অনেকেই চিন্তায় পরে যান যে সত্যি তারাও নিজেদের অজান্তে 'স্প্যাম কল' ভেবে কেটে দিচ্ছেন না তো এমনই জরুরি কোনও ফোন?
advertisement
advertisement
advertisement