ফেভিকল-ফেভিকুইক সব জুড়ে দেয়, কিন্তু নিজে কেন ডিব্বা বা টিউবে আটকে যায়না, উত্তর জানা আছে কি
- Published by:Sudip Paul
Last Updated:
জিনিস ভেঙে গেলে প্রথমেই গ্লু বা আঠার কথা মাথায় আসে আমাদের। ভাঙা জিনিস ঠিক করতে আঠার বিকল্প নেই। কিন্তু কেন ফেভিকল বা ফেভিকুইক আঠা নিজের ডিব্বা বা টিউবে জমে যায় না কেন সেটা ভেবে দেখেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পিভিএ আঠার কার্যপদ্ধতি একেবারেই উল্টো। পলিভিনাইল অ্যাসিটেট হচ্ছে হাইড্রোকার্বনের পলিমার অণু। এর রাসায়নিক সংকেত, C4H6O2)n। এই যৌগ থেকে যখন জলীয় বাষ্প বেরিয়ে গেলে এটা জমে যায়। কাঠ বা কাঠ জাতীয় পদার্থে পিভিএ আঠা ব্যবহারের পর এতে থাকা জলীয় বাষ্পের কিছুটা শোষিত হয়, কিছুটা জারিত হয়ে মিশে যায় বায়ুমণ্ডলে।
advertisement
advertisement
ফেভিকল বা ফেবিকুইক সহ অন্যান্য আঠার বোতলগুলিকে পুরোপুরি সিল করে রাখা হয় যাতে এর ভেতরের বাতাসে শুকিয়ে না যায়। তবে, কোন কারণে টিউবের ভেতরের পরিবেশ পরিবর্তন হলে বা বোতল কিছু সময়ের জন্য বাতাসে খোলা থাকলে টিউবের মধ্যও আঠা জমে যেতে পারে। এই ব্যাপারটা সবচেয়ে বেশি দেখা যায় সুপার গ্লু ধরনের আঠার ক্ষেত্রে।