এমন বৈচিত্র্যের কারণে ড্রাগন ফুল নিয়ে প্রাচীনকাল থেকেই রচিত হয়েছে নানা কিংবদন্তি। কথিত আছে, ড্রাগনের মতো দেখতে এমন বীজপত্র খেলে নারী যৌবন ও সৌন্দর্য হারিয়ে ফেলে। কেউ বিশ্বাস করে, এর বীজপত্র ঘরে ছড়িয়ে দিলে জাদু, অভিশাপ ও খারাপ কিছুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।