Viral Moving Stones: পাথরের প্রাণ রয়েছে! ছবিতে দেখুন কীভাবে হেঁটে চলে বেড়ায় এই অদ্ভুত জ্যান্ত পাথর!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Living Stones of Romania: কয়েক মিলিমিটার থেকে ১০ মিটার পর্যন্ত বড়ো হতে পারে এই ধরনের পাথরের আয়তন।
পাথর স্থবির, পাথর অবিচল, কেবল ক্ষয় রয়েছে তার, ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয় পাথর। পাথর জড়, পাথরের গমন নেই। এসবই ছোটোবেলায় বইতে পড়া। তবে যদি শোনেন পাথরেরও প্রাণ আছে? এতকালের পড়া বিজ্ঞান কি তবে ভুল ছিল! যেমন তেমন দেশি পাথর নয়। রোমানিয়ায় প্রত্যন্ত গ্রাম কোসটেসতিতে এমনই বিস্ময়কর এক পাথর রয়েছে যার আয়তন যেকোনও জীবের মতোই বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গবেষকরা এই বিশেষ অঙ্গগুলি কেটে পরীক্ষা করতে গিয়েও অবাক হয়েছেন। তার ভেতরে রয়েছে বেশ কিছু চক্রাকার দাগ। ঠিক যেরকম দেখতে পাওয়া যায় গাছের গুঁড়ি কাটলে। ভূতাত্ত্বিকদের অনুমান, ট্রোভান্টের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৬০ লক্ষ বছর আগে। আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে বিশেষ ধরনের লাভা থেকে তৈরি হয়েছিল সেগুলি। তারপর ক্রমাগত বৃদ্ধি পেয়েছে পাথর।