How To Win Lottery: লটারি জেতার সহজ উপায়, মেনে চললে আপনিও হতে পারেন কোটিপতি

Last Updated:
Lottery: আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার এই িবষয়গুলি নজরে রাখলে আপনাপ জেতার সম্ভাবনা বেশি।
1/8
লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন।
লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন।
advertisement
2/8
প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন।
প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন।
advertisement
3/8
আগেরবার কোনও এক মিডল নাম্বার যেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে।
আগেরবার কোনও এক মিডল নাম্বার যেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে।
advertisement
4/8
মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে।
মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে।
advertisement
5/8
সব সময় টিকিটের নম্বর নয়, কোথা থেকে টিকিট কাটছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটা উচিৎ। তাতে আপনার পছন্দ করার সুযোগ বেশি।
সব সময় টিকিটের নম্বর নয়, কোথা থেকে টিকিট কাটছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কাউন্টারে টিকিট বেশি সেখান থেকে কাটা উচিৎ। তাতে আপনার পছন্দ করার সুযোগ বেশি।
advertisement
6/8
এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।
এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।
advertisement
7/8
লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।
লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।
advertisement
8/8
তবে সঠিক ভাবে লটারি জেতার উপায় ও এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে, লটারি কিন্তু সম্পূর্ণই ভাগ্যের খেলা।
তবে সঠিক ভাবে লটারি জেতার উপায় ও এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে, লটারি কিন্তু সম্পূর্ণই ভাগ্যের খেলা।
advertisement
advertisement
advertisement