৬০ টাকা ডিমের চপ! নন্দিনীদির দোকান আবার ভাইরাল! চলছে ভয়ঙ্কর ট্রোলিং
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এখন বিকেলের মুখরোচক খাবারের দোকানে দেখা যায় একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দিনীদিকে। আর এই দোকান শুরু হয়েছে তিনি বিয়ে করার পর থেকে।
advertisement
advertisement
ইউটিউবারদের সৌজন্যে ভাইরাল হন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। সেই নন্দিনী দি এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি নিজের বিয়ের কথা জানিয়েছিলেন। যদিও একজনের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা তিনি আগেই জানিয়েছিলেন। এমনকী সেই বিশেষ মানুষের সঙ্গে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। বিয়ের পর তাঁকে দেখা যায় নতুন দোকানে। আর সেই দোকানের চপের দাম নিয়ে এবার ট্রোল হলেন নন্দিনী দি।
advertisement
অফিসপাড়ার পাইস হোটেল থেকে তিনি ভাইরাল। অনেকে ভেবেছিলেন, তাঁর এই জনপ্রিয়তা বেশিদিন টিকবে না। তবে স্মার্ট দিদি নন্দিনীর ভিডিও এখনও বহু মানুষ দেখেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। সেই নন্দিনী দির দোকানে ডিমের ডেভিল ৬০ টাকা পিস। অনেকে ট্রোল করে বলছেন, ডিমটা কি ঘোড়ার ননাকি উটের, এত দাম কেন!
advertisement