৬০ টাকা ডিমের চপ! নন্দিনীদির দোকান আবার ভাইরাল! চলছে ভয়ঙ্কর ট্রোলিং

Last Updated:
এখন বিকেলের মুখরোচক খাবারের দোকানে দেখা যায় একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দিনীদিকে। আর এই দোকান শুরু হয়েছে তিনি বিয়ে করার পর থেকে।
1/5
এখন আর পাইস হোটেলে তাঁকে দেখা যায় না। এখন বিকেলের মুখরোচক খাবারের দোকানে দেখা যায় একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দিনীদিকে। আর এই দোকান শুরু হয়েছে তিনি বিয়ে করার পর থেকে।
এখন আর পাইস হোটেলে তাঁকে দেখা যায় না। এখন বিকেলের মুখরোচক খাবারের দোকানে দেখা যায় একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দিনীদিকে। আর এই দোকান শুরু হয়েছে তিনি বিয়ে করার পর থেকে।
advertisement
2/5
বিভিন্ন ধরনের চপ, কাটলেট, ভাজাভুজি আইটেম দেখা যায় তাঁর দোকানে। তাঁর দোকানের খাবারের রেট, মেনু নিয়ে আগেও ফুড ব্লগাররা আলোচনা করেছে। একাধিকবার ট্রোল হতে হয়েছে তাঁকে। এবারও সেরকমই ঘটনা।
বিভিন্ন ধরনের চপ, কাটলেট, ভাজাভুজি আইটেম দেখা যায় তাঁর দোকানে। তাঁর দোকানের খাবারের রেট, মেনু নিয়ে আগেও ফুড ব্লগাররা আলোচনা করেছে। একাধিকবার ট্রোল হতে হয়েছে তাঁকে। এবারও সেরকমই ঘটনা।
advertisement
3/5
ইউটিউবারদের সৌজন্যে ভাইরাল হন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। সেই নন্দিনী দি এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি নিজের বিয়ের কথা জানিয়েছিলেন। যদিও একজনের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা তিনি আগেই জানিয়েছিলেন। এমনকী সেই বিশেষ মানুষের সঙ্গে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। বিয়ের পর তাঁকে দেখা যায় নতুন দোকানে। আর সেই দোকানের চপের দাম নিয়ে এবার ট্রোল হলেন নন্দিনী দি।
ইউটিউবারদের সৌজন্যে ভাইরাল হন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। সেই নন্দিনী দি এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি নিজের বিয়ের কথা জানিয়েছিলেন। যদিও একজনের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা তিনি আগেই জানিয়েছিলেন। এমনকী সেই বিশেষ মানুষের সঙ্গে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। বিয়ের পর তাঁকে দেখা যায় নতুন দোকানে। আর সেই দোকানের চপের দাম নিয়ে এবার ট্রোল হলেন নন্দিনী দি।
advertisement
4/5
অফিসপাড়ার পাইস হোটেল থেকে তিনি ভাইরাল। অনেকে ভেবেছিলেন, তাঁর এই জনপ্রিয়তা বেশিদিন টিকবে না। তবে স্মার্ট দিদি নন্দিনীর ভিডিও এখনও বহু মানুষ দেখেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। সেই নন্দিনী দির দোকানে ডিমের ডেভিল ৬০ টাকা পিস। অনেকে ট্রোল করে বলছেন, ডিমটা কি ঘোড়ার ননাকি উটের, এত দাম কেন!
অফিসপাড়ার পাইস হোটেল থেকে তিনি ভাইরাল। অনেকে ভেবেছিলেন, তাঁর এই জনপ্রিয়তা বেশিদিন টিকবে না। তবে স্মার্ট দিদি নন্দিনীর ভিডিও এখনও বহু মানুষ দেখেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। সেই নন্দিনী দির দোকানে ডিমের ডেভিল ৬০ টাকা পিস। অনেকে ট্রোল করে বলছেন, ডিমটা কি ঘোড়ার ননাকি উটের, এত দাম কেন!
advertisement
5/5
যদিও অনেকে নন্দিনী দির পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, মটন কিমা দিয়ে ডিমের ডেভিল হলে এমন দাম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
যদিও অনেকে নন্দিনী দির পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, মটন কিমা দিয়ে ডিমের ডেভিল হলে এমন দাম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
advertisement
advertisement
advertisement