গুগলে বিবাহিত নারীদের সার্চ হিস্ট্রি এমনই
গুগলের একটি তথ্য অনুসারে, বিবাহিত মহিলারা এই সার্চ ইঞ্জিনে সার্চ করেন কীভাবে স্বামীর পছন্দ জানা যায়। বিয়ের পর প্রায়ই পৃথিবীর প্রতিটি নারীর মনে প্রশ্ন থাকে যে তাঁর স্বামী কী পছন্দ করেন। আসলে বেশিরভাগ নারীরা স্বামীর পছন্দ কী এবং তিনি সত্যি কী পছন্দ-অপছন্দ করেন তা তাঁর অজান্তে জেনে নিতে সবসময়ই বেশ পছন্দ করেন। গবেষণায় উঠে এসেছে যে এই প্রশ্নটিই গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয় সদ্য বিবাহিত মহিলাদের তরফে (Viral |Married Women Secrets)।