Viral: মানুষ থেকে কুকুর হলেন জাপানের যুবক! ১১ লাখ ৬৩ হাজারে স্বপ্ন সত্যি!

Last Updated:
Viral: ছোট থেকেই নিজেকে কুকুর মনে করতেন এই যুবক! অবশেষে গোটা শরীরটাকেই কুকুরে পরিণত করলেন যুবক! কী করে সম্ভব হল? অবাক গোটা বিশ্ব
1/6
শখ মেটাতে মানুষ কী কী না করে! সারা শরীরে ট্যাটু! এমনকি ঠোঁটের মুখের নানা রকম অপরাশেন করে বদলে ফেলা। কেউ সুন্দর হতে চান। আবার কেউ হতে সব থেকে বিচ্ছিরি দেখতে! তবে জাপানের এই ব্যক্তি যা করেছেন তা সকলকে হার মানাবে। photo source Twitter
শখ মেটাতে মানুষ কী কী না করে! সারা শরীরে ট্যাটু! এমনকি ঠোঁটের মুখের নানা রকম অপরাশেন করে বদলে ফেলা। কেউ সুন্দর হতে চান। আবার কেউ হতে সব থেকে বিচ্ছিরি দেখতে! তবে জাপানের এই ব্যক্তি যা করেছেন তা সকলকে হার মানাবে। photo source Twitter
advertisement
2/6
টাকো নামের জাপানের এক যুবকের মানুষ জীবন ভালো লাগে না! ছোট থেকেই সে নিজেকে কুকুর মনে করে! কুকুরের মতো জীবন কাটাতে চায়। photo source Twitter
টাকো নামের জাপানের এক যুবকের মানুষ জীবন ভালো লাগে না! ছোট থেকেই সে নিজেকে কুকুর মনে করে! কুকুরের মতো জীবন কাটাতে চায়। photo source Twitter
advertisement
3/6
নিজের রোজকার জীবনে অনেক কিছুই সে কুকুরের মতো করে। খাওয়া দাওয়া, হাঁটাচলাতেও মাঝে মধ্যেই কুকুর হয়ে ওঠে টাকো। কিন্তু এতে ঠিক মন ভরছিল না তাঁর। তাই এবার শরীরটাকেই কুকুর বানিয়ে নিলেন। photo source Twitter
নিজের রোজকার জীবনে অনেক কিছুই সে কুকুরের মতো করে। খাওয়া দাওয়া, হাঁটাচলাতেও মাঝে মধ্যেই কুকুর হয়ে ওঠে টাকো। কিন্তু এতে ঠিক মন ভরছিল না তাঁর। তাই এবার শরীরটাকেই কুকুর বানিয়ে নিলেন। photo source Twitter
advertisement
4/6
তবে মানুষের শরীরে নানা সার্জারি করে কুকুর বানানো সম্ভব নয়। তাই একটু অন্য পথে হাঁটলেন তিনি। photo source Twitter
তবে মানুষের শরীরে নানা সার্জারি করে কুকুর বানানো সম্ভব নয়। তাই একটু অন্য পথে হাঁটলেন তিনি। photo source Twitter
advertisement
5/6
টাকো একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা। তরে টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও যেন কোনও ভাবে কেউ ধরতে না পারেন যে, এটা কোনও কুকুর নয়।photo source Twitter
টাকো একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা। তরে টাকোর শর্ত ছিল, পোশাকটি এমন হতে হবে যাতে, খুব ভাল করে দেখলেও যেন কোনও ভাবে কেউ ধরতে না পারেন যে, এটা কোনও কুকুর নয়।photo source Twitter
advertisement
6/6
ট্যুইটারে এই ছবি পোস্ট করেন টাকো। জাপানের রাস্তায় দিব্য কুকুর সাজে হেঁটে বেড়াচ্ছে সে। এবার ইচ্ছে হলেই এই পোশাক পরে কুকুর হতে পারবে টাকো! এই অবাক করা কাণ্ড দেখে চমকে উঠেছেন নেটিজেনরা!photo source Twitter
ট্যুইটারে এই ছবি পোস্ট করেন টাকো। জাপানের রাস্তায় দিব্য কুকুর সাজে হেঁটে বেড়াচ্ছে সে। এবার ইচ্ছে হলেই এই পোশাক পরে কুকুর হতে পারবে টাকো! এই অবাক করা কাণ্ড দেখে চমকে উঠেছেন নেটিজেনরা!photo source Twitter
advertisement
advertisement
advertisement