জানা যাচ্ছে নিজের বিয়েতে চিরাচরিত সেই কন্যাদানের প্রথাই হতে দেননি তপস্যা পরিহার (Viral IAS Bride) । এই বিষয়ে তপস্যা জানাচ্ছেন, ছোটবেলা থেকেই তাঁর মনে হত যে কীভাবে ইচ্ছার বিরুদ্ধে কেউ তাঁর কন্যাদান করতে পারেন? তারপর এই বিষয়ে তিনি তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করেন এবং সেটা তাঁর পরিবারের সকলেই মেনে নেন। এরপর পাত্রপক্ষকেও এই বিষয়ে রাজি করানো হয়।
এভাবে আলোচনার কেন্দ্রে এসে পড়ে মধ্যপ্রদেশের এক মহিলা আইএএস-এর বিয়ে। আইএফএস আধিকারিক গর্বিত গঙ্গোয়ারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এই বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে ছিল অন্যরকম। কারণ নিজের বিয়েতে তপস্যা কন্যাদানের রীতি করতেই দেননি। তিনি তাঁর বাবাকে বিয়ের আগেই জানিয়ে দেন, 'আমি দানের সামগ্রী নই, আমি আপনার মেয়ে।'
তবে কন্যাদান না হলেও বিয়েতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও অন্যান্য রীতি রেওয়াজ পালন করা হয়েছে মধ্যপ্রদেশের তপস্যা ও গর্বীতের বিয়েতে। আর তপস্যার এই সিদ্ধান্ত তাঁদের বিয়েকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রসঙ্গত তপস্যা ২০১৮ সালের ব্যাচের আইএএস। তপস্যা পরিহার নামে ওই আইএএস-র ইউপিএসসি-তে স্থান ছিল ২৩। তবে এদিনের তাঁর কাজে নেট দুনিয়ায় বিপুল প্রশংসা কুড়িয়েছেন মধ্যপ্রদেশের আইএএস।