Vicky Donor: ৪১ বছরে ৫০০ বাচ্চার বাবা! এই ব্যক্তি বাবা হওয়ার রেকর্ড করেছেন! কীভাবে সম্ভব? পিছনের রহস্য শুনলে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Vicky Donor: নেদারল্যান্ডসের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ ২৫ জন সন্তানের বাবা হতে পারেন।
এ যেন বাস্তবের 'ভিকি ডোনার'। মাত্র ৪১ বছর বয়সে ৫০০ সন্তানের বাবা এক ব্যক্তি! নেদ্যারল্যান্ডসের ডোনারকাইন্ড ফাউন্ডেশন নামক সংস্থা এমনই দাবি করেছে। 'ডোনারকাইন্ড ফাউন্ডেশন' সংস্থাটি শুক্রাণুদানের মাধ্যমে সন্তানধারণে অপারগ দম্পতিদের সন্তানধারণে সাহায্য করে। সংস্থার দাবি, এই 'সিরিয়াল ডোনার' কেবল দেশি নয়, বিদেশি মহিলাদেরও সন্তানলাভের সুখ দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
শুক্রাণুদানের মাধ্যমে সন্তানধারণে অপারগ দম্পতিদের সাহায্য করে এমন আরও একটি সংস্থা 'ডোনারকাইন্ড'-এর চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেন, 'এই সপ্তাহে আমরা ৩০ জনেরও বেশি মায়ের ফোন পেয়েছি। তারা সকলেই উদ্বিগ্ন হয়ে জানতে চেয়েছেন, তাদেরকেও জোনাথনের শুক্রাণু দিয়েছি কি না। বিভিন্ন দেশের মহিলা ফোন করে এমন প্রশ্নই করে যাচ্ছেন আমাদের কাছে।'
advertisement