Vastu tips: ঘরের দক্ষিণে ঘড়ি টাঙিয়েছেন? সর্বনাশ! জেনে নিন, ঘরের কোন দিকে ঘড়ি রাখলে টাকা-যশ-প্রতিপত্তি আসে

Last Updated:
বাড়ির কোনদিকে ঘড়ি রাখলে বিপদ ধেয়ে আসে? কোনদিকে ঘড়ি রাখা শুভ? পড়ুন
1/5
প্রত্যেকের বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে। তবে বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে ঘড়ি রাখা উচিত।
প্রত্যেকের বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে। তবে বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে ঘড়ি রাখা উচিত।
advertisement
2/5
ভাঙা বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়ি ও পরিবারের সদস্যদের জীবনে নানা সমস্যা ডেকে আনে । এমন ঘড়ি ফেলে দেওয়া উচিত।
ভাঙা বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়ি ও পরিবারের সদস্যদের জীবনে নানা সমস্যা ডেকে আনে । এমন ঘড়ি ফেলে দেওয়া উচিত।
advertisement
3/5
বাস্তু অনুযায়ী পূর্ব, পশ্চিম বা উত্তরের দেওয়ালে ঘড়ি লাগানো উচিত। এর ফলে কোনও ধরণের বাধা-বিপত্তি ছাড়াই কাজ সম্পূর্ণ হয়।
বাস্তু অনুযায়ী পূর্ব, পশ্চিম বা উত্তরের দেওয়ালে ঘড়ি লাগানো উচিত। এর ফলে কোনও ধরণের বাধা-বিপত্তি ছাড়াই কাজ সম্পূর্ণ হয়।
advertisement
4/5
দক্ষিণ দিকে কখনও ঘড়ি রাখবেন না। দক্ষিণ দিককে যমের দিক বলা হয়। অফিসের দক্ষিণ দিকে ঘড়ি লাগানে, কোনও কাজই পুরো হয় না।
দক্ষিণ দিকে কখনও ঘড়ি রাখবেন না। দক্ষিণ দিককে যমের দিক বলা হয়। অফিসের দক্ষিণ দিকে ঘড়ি লাগানে, কোনও কাজই পুরো হয় না।
advertisement
5/5
বাস্তু মতে, ঘরে সবসময় গোলাকার আকৃতির ঘড়ি লাগানো উচিত। বাড়ির মূল দরজার উপরে কখনওই ঘড়ি রাখবেন না।
বাস্তু মতে, ঘরে সবসময় গোলাকার আকৃতির ঘড়ি লাগানো উচিত। বাড়ির মূল দরজার উপরে কখনওই ঘড়ি রাখবেন না।
advertisement
advertisement
advertisement