Centepede Vastu Tips: হঠাৎ বাড়িতে তেঁতুল বিছে বেরিয়েছে? জানেন এটা কিসের সঙ্কেত? বিষয়টা মোটেও সহজ ভাবে নেবে না কিন্তু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জ্যোতিষাচার্য রবি পারাশর আমাদের এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন৷ আসুন জেনে নেওয়া যাক তেঁতুল বিছে দেখা বা বাড়িতে তেঁতুল বিছে বেরনোর কোনও শুভ বা অশুভ প্রভাব আছে কি না৷
নোেূ তেঁতুল বিছে দেখে ভয় পায় না বা গা ঘিন ঘিন করে না এমন খুব কম মানুষই আছে। তবে জানবেন, গুরুজনেরা বলে থাকেন, কোনও কোনও গৃহস্থ বাড়িতে যেমন বাস্তুসাপ রয়েছে, ঠিক তেমনই বাস্তু বিছেও থাকে। তাদের দেখতে পেলেও তাই নিধন করতে নেই। এখন প্রশ্ন, বাড়িতে যদি হঠাৎ করে বিছা দেখতে পেয়ে যান, তাহলে তা বাস্তু মতে শুভ হিসাবে গণ্য করা হয়, নাকি অশুভ? এটি কি কোনও বিশেষ ঘটনার পূর্বাভাস দেয়?
advertisement
advertisement
জ্যোতিষাচার্য জানাচ্ছেন, বাড়িতে তেঁতুল বিছে বেরনোর একাধিক খারাপ লক্ষণ থাকতে পারে৷ যেমন, মনে করা হয় যে, তেঁতুল বিছে রাহুর প্রতীক৷ জ্যোতিষশাস্ত্র অনুসারে, তেঁতুল বিছেকে রাহুর প্রতীক হিসেবে গণ্য করা হয়। রাহু একটি ছায়াগ্রহ, যা সঠিকভাবে ভারসাম্যপূর্ণ না হলে জীবনে বাধা ও সমস্যা আনতে পারে। AI genarated Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তেঁতুল বিছা দেখলে কী করবেন?✔ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন – বাড়ি শুকনো ও ধুলোমুক্ত রাখলে এগুলো আসতে পারবে না।✔ নতুন বাস্তু প্রতিকার গ্রহণ করুন – বাস্তু দোষ দূর করতে গঙ্গাজল ছিটানো, লবণ জল স্প্রে করা বা কর্পূর জ্বালানো উপকারী হতে পারে।✔ প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা নিন – লেবুর রস, নিমপাতা বা কর্পূর রেখে দিলে তেঁতুল বিছা দূরে থাকবে। AI genarated Image
advertisement
তেঁতুল বিছে দেখে ভয় পায় না বা গা ঘিন ঘিন করে না এমন খুব কম মানুষই আছে। তবে জানবেন, গুরুজনেরা বলে থাকেন, কোনও কোনও গৃহস্থ বাড়িতে যেমন বাস্তুসাপ রয়েছে, ঠিক তেমনই বাস্তু বিছেও থাকে। তাদের দেখতে পেলেও তাই নিধন করতে নেই। এখন প্রশ্ন, বাড়িতে যদি হঠাৎ করে বিছা দেখতে পেয়ে যান, তাহলে তা বাস্তু মতে শুভ হিসাবে গণ্য করা হয়, নাকি অশুভ? এটি কি কোনও বিশেষ ঘটনার পূর্বাভাস দেয়?
advertisement