UPSC Interview Question: স্ত্রীর শরীরের কোন অংশ স্পর্শ করতে পারেন না ভারতীয় স্বামীরা, ইউপিএসসি-র এই প্রশ্নের কি উত্তর জানেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
UPSC Interview Question: ইউপিএসসি- র প্রশ্নে হঠাৎই ধেয়ে আসে সিলেবাসের বাইরের প্রশ্ন..
: আমাদের দেশে বিয়ে, পারিবারিক ও দাম্পত্য জীবন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে এই দাম্পত্য নিয়েও ইন্টারভিউতে নানা প্রশ্ন করা হয়৷ বিভিন্ন সরকারি পোস্টে শীর্ষাধিকারী পদাধিকারীরা সমাজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকেন। সুতরাং তাঁদের ভারতীয় মূল্যবোধ, ঐতিহ্য, প্রতিশ্রুতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তবেই তাঁরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতে, স্ত্রীর শরীরের যে অংশটি তার স্বামীকে স্পর্শ করতে দেওয়া হয় না তা হল তাঁর পা। কোন স্ত্রী তাঁর স্বামীকে তাঁর পা স্পর্শ করতে দেয় না। এটি তার স্বামীকে দেওয়া একটি সম্মান। তিনি চান যে তাঁর স্বামী সর্বদা তাঁর থেকে উচ্চতর৷ সেটা শুধু বয়সে না হলেও সম্মানে অন্তত ভারতীয় ট্র্যাডিশনে তাই মানা হয়৷ Photo- Representative
advertisement
advertisement