GK: কোথায় প্রেমিকা না থাকলে ট্যাক্স দিতে হয়? কেন্দ্রীয় বাজেটের দিন জানুন অদ্ভূত কর সম্পর্কে

Last Updated:
Union Budget 2025 GK Where do you have to pay taxes if you do not have lover: বিশ্বে এমন কিছু বিষয়ের জন্য ট্যাক্স নেওয়া হয় যা জানলে অবাক হবেন আপনিও। দেশের কেন্দ্রীয় বাজেটের দিন আপনাদের জানাবো এমনই কিছু কর সম্পর্কে।
1/6
বর্তমানে প্রায় সবকিছু কেনার জন্য আমরা কর দিয়ে থাকি। জিনিস ছোট ছোট জিনিস কিনে আমরা বুঝতেও পারি না যে তার মধ্যেও কর ধরা থাকে।
বর্তমানে প্রায় সবকিছু কেনার জন্য আমরা কর দিয়ে থাকি। জিনিস ছোট ছোট জিনিস কিনে আমরা বুঝতেও পারি না যে তার মধ্যেও কর ধরা থাকে।
advertisement
2/6
১ ফেব্রুয়ারি পেশ করা হচ্ছে দেশের কেন্দ্রীয় বাজেট ২০২৫। বিশেষ দিন আপনাদের জানাবো এমন কিছু কর সম্পর্কে যা জানলে অবাক হবেন আপনিও।
১ ফেব্রুয়ারি পেশ করা হচ্ছে দেশের কেন্দ্রীয় বাজেট ২০২৫। বিশেষ দিন আপনাদের জানাবো এমন কিছু কর সম্পর্কে যা জানলে অবাক হবেন আপনিও।
advertisement
3/6
এই সমস্ত বিষয়ের জন্যও কর হতে পারে তা অনেকের কাছেই অজানা। আচ্ছা বলুন তো দেখি, কোথায় প্রেমিকা না থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে?
এই সমস্ত বিষয়ের জন্যও কর হতে পারে তা অনেকের কাছেই অজানা। আচ্ছা বলুন তো দেখি, কোথায় প্রেমিকা না থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে?
advertisement
4/6
কি প্রশ্ন পড়ে অবাক হলেন? অবাক হলেও এটা সত্যি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হিংসিম খেয়েছেন অনেকেই। সাধারণ জ্ঞানের জন্য জেনে রাখুন উত্তর।
কি প্রশ্ন পড়ে অবাক হলেন? অবাক হলেও এটা সত্যি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হিংসিম খেয়েছেন অনেকেই। সাধারণ জ্ঞানের জন্য জেনে রাখুন উত্তর।
advertisement
5/6
ব্যাচেলার থাকতে হলে ট্যাক্স দিতে হয় আমেরিকার মিসৌরি শহরে। এখানে ২১ থেকে ৫০ বছর বয়সী ব্যাচেলার পুরুষদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নেয়া হয় ১ ডলার।
ব্যাচেলার থাকতে হলে ট্যাক্স দিতে হয় আমেরিকার মিসৌরি শহরে। এখানে ২১ থেকে ৫০ বছর বয়সী ব্যাচেলার পুরুষদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নেয়া হয় ১ ডলার।
advertisement
6/6
ব্যাচেলারদের বিয়েতে উৎসাহ দিতেই এউ কর আদায় করা হয়ে থাকে। যাতে কর থেকে বাঁচতে ব্যাচেলাররা নিজের পার্টনার খুঁজে নেন ও বিয়ে করে নেয়।
ব্যাচেলারদের বিয়েতে উৎসাহ দিতেই এউ কর আদায় করা হয়ে থাকে। যাতে কর থেকে বাঁচতে ব্যাচেলাররা নিজের পার্টনার খুঁজে নেন ও বিয়ে করে নেয়।
advertisement
advertisement
advertisement