ভারতের কোন 'গ্রামে' প্রথমে 'সূর্য' ওঠে বলুন তো...? চমকে দেবে 'সঠিক' নাম, শিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Trending GK: ভারত এক বৈচিত্রময় দেশ। ভারতীয়দের যেমন ভাষা, পরিধান থেকে খাদ্যাভ্যাসে আছে বৈচিত্র তেমনই ভৌগোলিক দিক থেকেও দেশের প্রকৃতিতে আছে অদ্ভুত তারতম্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভোর চারটে আলো আসে:জানলে অবাক হবেন যে এই গ্রামে সূর্যের আলো পৌঁছয় ভোর তিনটে নাগাদ। অর্থাৎ যখন দিল্লি, মুম্বাই-সহ দেশের বেশিরভাগ এলাকার মানুষ গভীর ঘুমে তখন সূর্যের প্রথম রশ্মি পড়ে ডং উপত্যকায়। ভোর ৪টার মধ্যে এটি সম্পূর্ণ আলোকিত হয়ে যায়। আর সেই সময় থেকেই এখানকার মানুষ তাঁদের রুটিন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
advertisement
advertisement
গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর:প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডং গ্রাম। এটি প্রায় ১২৪০ মিটার উচ্চতায় অবস্থিত। এই গ্রামটি লোহিত নদী ও সতী নদীর সংযোগস্থলে অবস্থিত। এই গ্রাম ভারতের সীমান্ত চিন ও মায়ানমারের সঙ্গে মিলিত হয়েছে। এই গ্রামের জনসংখ্যা মাত্র ৩৫ জন। এরা সবাই কুঁড়েঘরে বসবাসকারী মাত্র ৩-৪টি পরিবারের সদস্য।
advertisement
পর্যটন আকর্ষণ কেন্দ্র:কাছাকাছি ওয়ালং গ্রামে পর্যটকদের থাকার জন্য গেস্ট হাট এবং অন্যান্য সুবিধা স্থাপন করেছে অরুণাচল প্রদেশের PWD বিভাগ। এরপর এটি এখন দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সূর্যের প্রথম রশ্মি দেখতে এই গ্রামে প্রচুর পর্যটক আসেন। তাঁরা গ্রামের একটি চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় উপভোগ করে।
advertisement
১৯৯৯ সালের পর গ্রামটি আলোচনায় আসে:এই গ্রামটি ১৯৯৯ সালে আলোকিত হয়েছিল। তখন পর্যন্ত বিশ্বাস করা হত যে ভারতে সূর্যের প্রথম রশ্মি আন্দামানের কাঁচল দ্বীপে পড়ে। পরে জানা যায় সূর্যোদয় প্রথমে হয় অরুণাচল প্রদেশের ডং উপত্যকায়, আন্দামানে নয়। এরপর পর্যটক, প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে ভিড় জমাতে শুরু করেন।
advertisement
গ্রামের মানুষ মূলত কৃষিকাজ করেন:এ গ্রামের সব মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। তাঁরা গ্রামে বেড়াতে আসা পর্যটকদের কাছে খাবার, জলখাবার এবং ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ডং উপত্যকায় বর্তমানে সুযোগ-সুবিধার অভাব রয়েছে। যার কারণে পর্যটকরা সকালের প্রথম রশ্মি দেখে এবং গ্রামে কয়েক ঘণ্টা কাটিয়ে ওয়ালং গ্রামে ফিরে আসে। অরুণাচল প্রদেশ সরকার এখন ওই এলাকাকে উন্নত করতে ব্যস্ত।
advertisement
advertisement